পাতা:বৈজ্ঞানিক-জীবনী (প্রথম ভাগ).djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গেলিলিও 8인 কিন্তু কিছুতেই তিনি পদ্ধয়াতে থাকিতে স্বীকৃত হইলেন না। “নিয়ত কেন বাধ্যতে” ? প্রথম প্রথম ফ্লরেন্সে গিয়া গেলিলিও বেশ শান্তিতেই ছিলেন। র্তাহার খ্যাতি ইউরোপের চারিদিকে ছড়াইয়া পড়িয়াছিল, রাজদ্বারে তাহার সম্মানের সীমা ছিল না ; আর্থিক সচ্ছলতাও বেশ ছিল। এখানে ছাত্রদিগের জন্ত আর বক্তৃতা করিতে ইইত না তিনি যাহা চাহিয়াছিলেন তাহাই পাইলেন। কিন্তু এই শান্তি প্রলয়ের অব্যবহিত পূৰ্ব্বেকার প্রকৃতির শান্তভাবের মতই হইল। ক্রমশঃ তাহার বিরোধীগণ র্তাহার মতের প্রতি পোপের দৃষ্টি আকৃষ্ট করিবার চেষ্টা করিতে লাগিলেন । এখন গেলিলিওত আর পড়য়াতে নাই, সুতরাং র্তাহার সম্বন্ধে প্রশ্নাদি রোন হইতে ফ্লোরেন্সে অনায়াসে আসিতে আরম্ভ করিল। তিনি যে স্বীয় মতের পোষকতা করিয়া খৃষ্টধৰ্ম্মের প্রতিকূলাচরণ করিতেছেন, এ কথা তাহাকে স্পষ্ট করিয়াই বলা হইল। অবশেষে ১৬১৫ খৃষ্টাব্দে পোপ পঞ্চম পল র্তাহাকে রোমনগরীতে গিয়া স্বয়ং তঁহার মতাবলী পোপের গোচর করিবার জন্ত আদেশ করিলেন। তিনি রোমে ঘাইবার জন্ত প্রস্তুত হইতে লাগিলেন, দূরবীক্ষণ যন্ত্র প্রভৃতি যন্ত্রাদিও সঙ্গে করিয়া লইলেন। রোমে উপস্থিত হইয় তাহার যন্ত্রাদি সাহায্যে সকলকে স্বকীয় আবিষ্কৃত গ্রহ উপগ্রহাদি প্রদর্শন করাইতে লাগিলেন। এক দিবস স্বয়ং পোপের নিকট উপস্থিত হইয়া প্রায় এক ঘণ্টা যাবৎ কথাবাৰ্ত্ত কহিয়া তাহাকে তাহার আবিষ্কারগুলি বুঝাইয়া দিলেন । পোপ তাহার উপর কোন প্রকার অসন্তোষ প্রকাশ করিলেন না । গেলিলিও মনে করিলেন