ল্যাভোয়াসিয়ে ዓv› ফলে ল্যাভোয়াসিয়ে ফ্রজিষ্টনবাদকে চিরদিনের জন্য রসায়নশাস্ত্র হইতে বিদূরিত করিতে সমর্থ হইয়াছিলেন। 曾 অম্লজানের আবিষ্কৰ্ত্ত জোসেফ প্রিষ্টলে ১৭৩৩ খৃষ্টাব্দে ইংলণ্ডের অন্তঃপাতী লিডস নামক সঙ্গরের নিকটবৰ্ত্তী ফিল্ডহেডস্ নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি দরিদ্রের সন্তান ছিলেন এবং ছয় বৎসর বয়ঃক্রমকালে তাঙ্গর মাতার মৃত্যু হয়। র্তাহার ভগিনী তাহাকে প্রতিপালন করেন। বাল্যকালে তাহার রসায়নশাস্ত্রে শিক্ষালাভ ঘটয় উঠে নাই এবং উত্তরকালে তিনি ধৰ্ম্মযাজকের পদে প্রতিষ্ঠিত ছিলেন। তিনি ইংলণ্ডের নানাস্থানে ধৰ্ম্মযাজকের কৰ্ম্ম করিবার পর অবশেষে ১৭৬৭ খৃষ্টাব্দে লিড সে মিলহিল চ্যাপেলের ধৰ্ম্মযাজকের পদ প্রাপ্ত হন। সৌভাগ্যক্রমে ( ধৰ্ম্মের দিক দিয়া দেখিলে বড়ই দুর্ভাগ্যক্রমে ) তাহার গির্জার ঠিক পাশেই মদ চুন্নাইবার একটি কারখানা ছিল। অনেকেই জানেন যে, মদ চুয়াইবার সময় এক প্রকার “বায়ু বাহির হইতে থাকে, তাহাকে আমরা এখন অঙ্গারায় (carbonic acid gas ) foi i প্রিষ্টলের ইচ্ছা জন্মিল যে এই “বায়ু তিনি পরীক্ষা করিয়া দেখিবেন। এই “বায়ু” পরীক্ষা করিতে আরম্ভ করিয়া তিনি এতগুলি “বায়ুর” স্বরূপ আবিষ্কার করিয়াছিলেন যে, তিনি “বায়বীয় রসায়নের জন্মদাতা” বলিয় রসায়নশাস্ত্রে প্রসিদ্ধিলাভ করিয়া গিয়াছেন। এখানকার মত দ্বিতল বা ত্রিতল নানা যন্ত্রসমন্বিত রসশালা ।
- "Piotteit" Chemical laboratory stos R55 gāzī I RHAGRIFIR এই রসশাঙ্গর বিস্তৃত বর্ণনা আছে। অতএব রাসায়নিক পরীক্ষাগার” প্রভৃতি কথা গড়িবার দরকার নাই।