পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 বৈরাগ্য-বিপিন-বিহার । একমাত্র রাজস্থত,—নাম বিরাজাঙ্গ বসিলেন সাদরে আসনে । বিকসিত অভিনব মধুব যৌবন, হৃদি-কোষে মাহি তাহে বিবেক-বতন, কি ভীষণ হল এবে প্রভুত্ব-মিলনে ! যথা ছার থার হুৈম-লঙ্কাপুর, ঘোর মন্দমতি দশানন দোষে, ভিখারী রাঘব-হৃদি-সাঁতা-নিধি ছরে, আর কত কুলবধু । তেমনি সত্বরে মজে বুঝি রত্নপুর, পুরজন রোযে । প্রমোদ-বিলাসে মন রত নিরস্তর রাজকাজে নাহি ক্ষণমতি । কঁাদে তুখে রাজবধু, কঁাদেন জননী ( প্রসাদে যাহার লোকে দেখে এ অবলী তবু নরধিম মূঢ়ে না করে ভকতি ! ) বন্দী করি জননীরে বন্দীশালে মূঢ় প্রমোদ বিপিনে মুখভুঞ্জে । কষিল সকল বৈরি ; গ্রাসিল বিস্তর দেশ ; জয় লভিল সমরে নিরস্তর ; খেদিল পীড়ন করি কত প্রজাপুঞ্জে ।