এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
অষ্টম সৰ্গ । ᎼᏱᏱ বাজিছে স্বতানে বীণা, মন্দির, মুরলী,— করিছে অমৃত বরিষণ । নাচে কোন ধনী স্বপে,—কোন ধনী গায়,— কোকিল চাতক আদি ভুলেছে যাহায় ; পঙ্কজ ভেবেছে যেন এই ছলে পায়,-— লজ্জাতে লোটায় অলিগণ । কোন ধনী সখী সঙ্গে ফিরিছে উদ্যানে, — তুলিছে কুসুম রাশি রাশি । কোম ধনী গাথি মালা পরে থরে গরে ; কেহ বা তাম্বুল খায় পলাঙ্ক উপরে, কেহু উপাদেয় দ্রব্যে স্বর্ণ-থালা ভ’রে, কহিছে যোগীরে হাসি হাসি,— ‘বারেক কটাক্ষ কর, দয়ার নিদান ! পাপেতে অশুচি মোব চিত । কৃপা-নেত্রে যদি তুমি চাও একবার, ভস্ম-রাশি হবে যত কলুষ আমার । কে জানে তোমার ধল,—এ ভবে দুৰ্ব্বার ;– তব গুণে পিযুষ সঞ্চিত ’ । হাসিয়া কহেন যোগী,-যোগেতে অটল,— এ মায়া দেখাস, কারে রতি ? হায় । কি সাহসে তুই এলি এই খানে ?