পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৪ বৈরাগ্য-বিপিন-বিহার। নাহি ইচ্ছা মম আর ত্যজিতে এখন ; কিন্তু তবু করি তব আরতি পালন । তুমি আদেশিলে যাব পুনশ্চ আলয়। কিন্তু সংসারেতে গেলে জাগিবে অস্তবে, • পাপজাত সন্তাপ বিশাল । কি বুঝে জুড়াবে মন মনুষ্যের কাছে ? প্রবোধের হেতু তবু এখানেতে আছে, সিংহ ব্যাস্ত্র হতে মন কিঞ্চিত ত ভাল । * পেয়েছ স্বজ্ঞান । ত্যজ ভূপ এ বিলাপ। গৃহেতে তুষিবে চল সবে ’ এত বলি কাটিলেন জট মন্ত্রিপর ; পরালেন মণিমালা, সুন্দর অম্বর,— অলঙ্কৃত নানাবিধ রতন বিভবে। যাত্রাকালে নরমণি কহিলেন দুখে,— ‘রে কুটির যাই আমি গেহে ! পাত তুলি রচেছি তোমারে তরু তলে,— জাতপ-বারণ ; ছিন্থ কত কুতুহলে তবাশ্রয়ে ; কে আর রাখিবে তোরে জেছে ? श्रृंप्श् बाद, cइ श८ड, श्घ्रोक्न अङ्गदत्र ! দেহ মোরে বিদায় সকলে ।