পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/১৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩২ বৈরাগ্য-বিপিনবিহার । দাসীরে এতই যদি কুপা, নৃপবর ! দেখাইবে চল তবে কোথা সন্ধৎসর, কি ঐশ্বৰ্য্য লয়েছিলে এ গহন বনে i •

  • হে প্রেয়সি ! কুতুর্কিনী এত যদি তুমি, -- কহিলেন ভূপ গুণাধার,— এ সুরম্য বনালয় করিতে দর্শন, চল তবে সর্থী সনে । হে মন্ত্রি-রতন ! তুমিও হেরিবে চল সম্পদ আমার । ”

এত বলি, প্রিয়া-করে ধরি, তরু-কাছে কহিলেন নৃপ কুলোত্তম,— • এই যে দেখিছ তরু নবশ্যাম দল পরিবৃক্ষ,—মুশোভিত মঞ্জরী নিৰ্ম্মল, বিতরিত মুধা রস সদা অনুপম । সদগণে মোহিত হয়ে এদের বদ্যপি - দেখিতাম জামি কুতুহলে, বলিতে আমারে যেন সঙ্কেত করিয়া,—

  • এসেছ এ খামে, ধীর । তাণ্ডার খুলিয়া, সৰ্ব্বদা তোমার মন তুষিব সকলে।

এই সব পত্র দিব রচিতে কুটির ; গন্ধ রলে নাসিকা তুধিৰ ;