পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় সৰ্গ । or ২৩ কলুষপাবকে ? আচ্ছাদিবে, মুগ্ধ করি, আবার নয়ন ঘোর কুমতি সৰ্ব্বরী ? লইব নিশ্চিন্ত চিত্তে আশ্রয় একান্ত কাস্তার মাঝারে, মন্ত্ৰি ! ভব-তাপে ক্লাস্ত জন শান্তি-নিকেতনে ;—যোগীন্দ্র-সাধন— লক্ষ্য—মোক্ষ-ভকতলে । পাপ-হুতাশনজালা হবে মুশীতল। পবিত্র করিবে চিন্তু ভৃত্য তব, সৰ্থে স্বজ্ঞান-রাজীবে স্বমধুর রস ভূঞ্জি নিকুঞ্জ-আলিয়ে। বিদায় এ দাসে দেহ প্রসন্ন হৃদয়ে ৷ ” শুনি নৃমণির বাণী, ক্ষণেক নীরবে থাকি ধীর মন্ত্রিবর, আরম্ভিলা— তবে নিতাপ্ত তাপস ব্রঙ্গ করিবে গ্রহণ, গুণধাম ? ত্যজি রাজ্য, পশিবে কানন ? কিন্তু এ কঠোর ব্ৰত কেমনে সম্ভবে, বংস প্রাণাধিক ! তোরে ? বল, দেখি কবে দারুণ অরুণ-তাপ সহে নবনীত সুললিত দেহে ? শ্রম-জল বিগলিত হয়, বাছা ! আরোহি নিরীহ গজবাজি ; চৌদিকে ব্যঞ্জন করে শিখি-পুচ্ছ-রাজি লইয়া-কামিনী-ব্ৰঞ্জ। ভ্ৰমিবে কেমনে পদব্রজে বনাশ্রমে ? ৰাজিৰে চরণে कूलांकूप्र, ककब्रमिकब ? निहन्त्र ठां★