পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& a বৈরাগ্য-বিপিনবিহার। জেগেছে নিকুঞ্জে বিহঙ্গম সব ; কার নাম ধরে জুড়েছে আরব কুঞ্জবন ভরে কাহার উৎসব, জিজ্ঞাস তাহারা ডাকিছে কারে । মিছা মোহ-ঘুমে ধূম কেন আর ? নয়ন উন্মীলি দেখ একবার ; জুড়ি ভীম তান—তন্ত্রে ধর গান ; · দোলাও মেদিনী, গলাও পাষাণ। প্রবেশি সে স্বর গিরীশ্র-কন্দরে,— হোক না আচল,—নাচাবে ভূধরে। উছলি সমুদ্র, হ্রদ, নদ, খাল ; ভেচুক সে সুর আকাশ পাতাল। নাচুক, আদিত্য চন্দ্রমা তারা ; নাচুক, পাতালে রয়েছে যারা। নারদের ধীণ কে বলে নীরব ? কে বলে প্রেমেতে গলে না মানব ? ধর দেখি তান খুলে দিয়া প্রাণ ; গলে কি না দেখ হৃদয়-পাষাণ । গাওরে সঘন মাতায়ে ভুবন ? কোথায় থাকিবে নাস্তিক যে জন ? নাচিবে সবাই প্রেমেতে গলে ; ভালিবে নয়ন গ্রেমের জলে।