পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম সর্গ। @ፃ সেই কি মার্কগু,—প্রচণ্ড প্রভাব ! কিসে শাস্তু হলো তোমার স্বভাব ? দোদণ্ড প্রতাপে পোড়াতে সংসার ; কালের হাতে কি পড়েছ এবার ; শশী বলে মনে হতেছে বিভ্রম, কালের আগেতে অর্ণটে কি বিক্রম ? শিশিরে শীতের বল, দারুণ শীতল জল, অমল কমল দল নাশ স্লব হুইল ; কহলার কুমুদিনী, আমোদেতে উন্মাদিনী, কুদ-হৃদি শোভ করে পরকাশ পাইল । কলস্বরে জলচরে, বিহরে সলিলোপরে, অ গন্ধপ শোভা ধরে হরষিত করিল ; নিশির শিশির জল, মন্থণ মুকুতা ফল, উধির গাথিয় শিরে সাধ করে পরিল। আজ তোর দিন, স্ব দি ! মরেছে নলিন ; কেউ হাসে কেউ কঁাদে,—এই খেলা চির দিন । ভেব না কপাল জোর, রবে না এ দিন তোর, তুইও কালের গ্রাসে হবি গিয়া লীন ; চপল হুও না এত,--রবে না এ দিন । এলেন সে শ্যাম ঋতু শ্যামল সজ্জায় ; শাখা লতা নভশিয়ঃ কিসের লজ্জায় ?