পাতা:বৈরাগ্য-বিপিন-বিহার.djvu/৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম সর্গ। సిలి সরমে কি হেতু, সখি! কহিলা স্থচিন্তা, কমলিনী যাইবে মরিয়া ? ভাগ্যেতে পাইয়া আজি ও কর নিৰ্ম্মল, কমল হইতে যাহা কেমন কোমল, আরামে অবশ অতি,—অ"াখি ছল ছল, নিদ্রাবেশে পড়িছে ঢলিয়া। ’ কোকিল-আদৃত মৃদ্ধ সুস্বরে কহিলা রাজ-রাণী চক্ষে জল-ধারা,--- হা সখি ! অল্পর মোর পুড়িছে বিরাগে, এ কৌতুক তোদের ত ভাল তবু লাগে, করে ব্যঙ্গ, কান্তধনে দেহ আনি আগে, এখন এ ব্যঙ্গে হই সার। " এত বলি কেশপাশে মুছিয়া মৃত্তিক পাতিলেন মঙ্গল কলসী । হৃদি-পদ্মে কর-পদ্ম থুইয়া যতনে, ভক্তি-ভাবে ভাবি চিত্তে ফুলশয়াসনে, উদ্দেশে ধ্যানের শেষে যুগল চরণে, পুষ্পাঞ্জলি দিলেন রূপসী । সুরমা কাস্তার মাঝে থেলেন সানদে - ঝুঁতি সতী সহ রতি-পতি । পূজিলেন রাজ-রাণী অস্তরে জানিয়া, অপাঙ্গে প্রিয়ার পানে অনঙ্গ চাছিয়া,