পাতা:বৈরাগ্য শতক.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেরাগ্য শতক । لاډ؛ ‘ক:মান' বিষয় সকল অহহ খেদসুচক 'গহনঃ দুড়ে মোহমহিমা' মেহের মাহাত্ম্য। ১৭ ॥ পতঙ্ক দাহ্যুঃখ না জানিয়াই দীপ্ত অগ্নিতে পতিত হয়, এবং মৎস্যও না জানিয়াই বড়িশবিদ্ধ মাংসখণ্ড গ্রাস করে ; কিন্তু আমরা এই সংসারে বিষয় সকল পদে পদে বিপদ যুক্ত জানিয়া শুনিয়া ও ত্যাগ করিতে পারিনা; হায়! হায়! মোহের কি অনিৰ্ব্বচনীয় মহিমা । ১৭ ৷ তুঙ্গং বেশ্ম মুতাঃ সতীমভিমতঃ সংখ্যাতগা; সম্পদঃ কল্যাণী দয়িতা বয়শ নবমিত্যজ্ঞানমূঢ়ো জন । মত্ব বিশ্বমনশ্বরং নিবিশতে সংসারকারাগৃহে সংদৃশ্য ক্ষণভঙ্গ রং তদখিলং ধন্যস্তু সন্ন্যন্ততি। ১৮ ॥ তুঙ্গং উচ্চ বেশ্ব গৃহ । সুতাঃ পুত্ৰসকল সত্যমৃ সাধুদিগের ‘অভিমতাঃ সম্মত সংখ্যাতিগাঃ সংখ্যাতীত সম্পদঃ'ঐশ্বর্য সমুদয় কল্যাণী’ মঙ্গলদায়িকা ‘ দয়িত' প্রিয়তম৷ ‘ বয়ঃ’ বয়ঃ ক্রম চ’ এবং নবমৃ নবীন ইতি’ এই প্রকার অজ্ঞানমূঢ়ঃ অজ্ঞানান্ধ * জনঃ’ ব্যক্তি মত্ব মানিয়| বিশ্বম জগৎ " অনশ্বরং’ অক্ষয় নিবিশতে প্রবিষ্ট হইতেছে ‘সংসারকারাগৃহে সংসাররূপ করাগারে সংদৃশ্ব দেখিয়া ক্ষণভঙ্গুরং অল্পকালস্থায়ী তং সেই ‘অখিলং সমস্ত ধন্থঃ পুণ্যবান তু কিন্তু সন্ন্যস্যতি পরিত্যাগ করিয়া থাকে । ১৮ ॥ উন্নত ভবন, সাধুসন্মত সন্তানগণ, অসীম সম্পত্তি, মুলক্ষণ প্রেয়সী, নবীন বয়স এই সমস্ত জগতের বস্তু চিরস্থায়ী বিবেচনা করিয়া অজ্ঞানান্ধ ব্যক্তিরা সংসার কারাগারে প্রবেশ করিতেছে। কিন্তু পুণ্যবান ব্যক্তিরা এই সমুদায়কে ক্ষণভঙ্গুর জানিয়া পরিত্যাগ করিয়া থাকেন। ১৮ ॥