পাতা:বৈরাগ্য শতক.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

No o বৈরাগ্য শতক । এই ভূমণ্ডলে প্রতিবাদীদিগের দমনকারিণী অথচ বি তজনের অবশ্বশিক্ষণীয়া বিদ্যার অভ্যাস করিলাম না, হ কুম্ভ পীঠের দমন সমর্থ খড়াগ্র দ্বার স্বর্গ পর্য্যন্ত গাf কীৰ্ত্তি লাভ করিতে পারিলাম না, চন্দ্রেীদয়ে কামি কোমল পল্লব তুল্য অধরের মৃধা পান করিতেও পাই না, কি দুঃখের বিষয় ; আমাদের যৌবনাবস্থা শূন্য : দীপালোকের ন্যায় বিফলেই গমন করিল। ৪৩ ৷ বিদ্যা নাধিগত। কলঙ্করহিত। বিত্তঞ্চ নোপার্জিতং শুশ্রীষাপি সমাহিতেন মনসা পিত্রোন সম্পাদিত । আলোলায়তলোচনা যুবতয়ঃ স্বপ্লেহপি নালিঙ্গিতাঃ কালোহয়ং পরপিগুলোলুপতয়া কাকৈরিব প্রেৰ্ষিতঃ {

  • বিদ্যা’ শাস্ত্র জ্ঞান “ ন’ না ‘ অধিগতা প্রী গুহইলাম ‘ কলঙ্ক রহিতা নিষ্কলঙ্ক ‘বিত্তং ধন ‘ চ’ এবং “ন’ না ‘উপজিতং’ উপজ করিলাম ‘ শুশ্রীষা সেবা ‘ অপি’ ও ‘ সমাহিতেন’ নিলিষ্ট ‘ মনস মনে ‘পিত্রোঃ পিতা মাতার “ ন’ না ‘সম্পাদিতা’ করিলাম ‘আলে। লায়তলোচনাঃ ঈষৎ চঞ্চল দীর্ঘ নয়ন যুবতয়ঃ" যুবউদিগবে ‘স্বপ্নে স্বপ্লাবস্থায় ‘ আপি’ ও ‘ন’ না ‘আলিঙ্গিতাঃ” আলিঙ্গন করি লাম কালঃ জীবনকাল অয়ং এই ‘পরপিণ্ডলোলুপতয়া পরে অন্নে সাতিশয় লোভী কাকৈঃ’ কাক ‘ ইব’ দ্যায় ‘ প্রেষিতঃ প্রেরিত হইল। ৪৪ ৷

নিষ্কলঙ্ক বিদ্যা লাভ করিতে পারিলাম না, ধন উপাওঁ করিতে পারিলাম না, নিবিষ্টমনে পিতা মাতার সেবা করি? পারিলাম না, চঞ্চল-দীর্ঘ-নয়ন যুবতী দিগকে স্বপ্নে আলিঙ্গন করিলাম না, আমরা কাকের ন্যায় কেব পরান্ন ভোজনে লোলুপ হইয়। এই জীবন কাল যাপ করিলাম। ৪৪ ৷