পাতা:বৈরাগ্য শতক.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

v- v- .েবর মJ শতক | স্তরৈঃ অতিবিস্তীর্ণ স্বর্গগ্রামকুটানিবাসফলদৈঃ স্বৰ্গস্বরূপ ক্ষুদ্রগ্রামে নিবাস রূপ ফলপ্রদ ‘কৰ্ম্ম ক্রিয়াবিভ্ৰমৈঃ পুণ্য কৰ্ম্ম ও পুণ্য ক্রিয় বিলসিত দ্বারা মুত্ত্ব ত্যাগ করিয়া একং এক ‘ ভবদুঃখভাররচনাবিধ্বংসকালানলং’ সংসার দুঃখাতিশয় বিস্তারের বিধ্বংস বিষয়ে কালাগ্নিতুল্য স্বাত্মানন্দপদপ্রকাশকলনং স্বীয় আনন্দ স্থানের প্রকাশক শেষাং অবশিষ্ট সমুদায় বণিবৃত্তয়ঃ বণিকের ব্যবসায় । ৬৯ ৷ সংসার দুঃখ ভারের পরিহার কারণ আনন্দময় প্রকাশমান সেই এক পরমেশ্বর ব্যতিরেকে শ্রুতি স্মৃতি বেদ পুরাণ ও অন্যান্য শাস্তু সমূহ দ্বারাকি হইবেক, স্বৰ্গস্বৰূপ ক্ষুদ্রগ্রামে বাসৰূপ ফল জনক কৰ্ম্মকাণ্ড দ্বারাই বা কি হইবেক, এ সমস্ত বণিকের ব্যবসায় মাত্র । ৬৯ ৷ গাত্ৰং সঙ্কুচিতং গতিবিগলিত ভ্ৰষ্টা চ দস্তাবলী দৃষ্টি নষ্ঠতি বৰ্দ্ধতে বধিরত বক্তঞ্চ লালায়তে। বাক্যং নাদ্রিয়তে চ বান্ধবজনে৷ ভাৰ্য্যা ন শুশ্রীষতে হা কষ্টং পুরুষস্য জীর্ণবয়সঃ পুজোহপামিত্রায়তে ৭ণ • গাত্ৰং' শরীর * ੋਚੀ সঙ্কোচ প্রাপ্ত হইয়াছে ‘গতিঃ’ গমনশক্তি বিগলিতা নষ্ট হইয়াছে ‘ ভ্রস্টা’ পতিত হইয়াছে ‘ চ’ এবং দন্তাবলী দন্তপংক্তি ' দৃষ্টিঃ দর্শনশক্তি নশ্বতি নষ্ট হইতেছে বৰ্দ্ধতে বাড়িতেছে বধিরত প্রবণশক্তিহীনত্ব বক্তং মুখ চ এবং লীলায়তে লালপূর্ণ হইতেছে বাক্যং’ কথা ন' না ‘ আদ্রিয়তে আদর করে ‘চ এবং ‘বান্ধবজনঃ’ বন্ধুবৰ্গ ভাৰ্য্যা পত্নী “ ন’ ন৷ ‘ শুশ্ৰষতে শুশ্ৰষ করে হা খেদোক্তি ‘ কষ্টং ক্লেশ । পুরুষষ্ঠ পুরুষের জীর্ণবয়সঃ বৃদ্ধ পুত্ৰঃ পুত্র ‘ অপি ও অমিত্রায়তে অনাত্মীয় তুল্য ব্যবহার করিতেছে। ৭৭ ৷ গাত্র সঙ্কোচ প্রাপ্ত হইয়াছে, গতিশক্তি রহিত হইয়াছে, দন্তপংক্তি পতিত হইয়াছে, দৃষ্টিশক্তি নষ্ট হইতেছে, বধিরত।