পাতা:বৈরাগ্য শতক.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

lo বিজ্ঞাপন । যে গ্রাহ হইবে, আমার এপ্রকার অভিপ্রায় নহে। তবে ইহার যে সমস্ত ভাব আলোচনা করিলে জগদীশ্বরে মতি ও রতি হইতে পারে এবং যে যে উপদেশ দ্বারা ধৰ্ম্মে আস্থা জন্মে সদ্বিদ্যাশালী সুধীগণ যে তাহা কখনই পরিত্যাগ করিবেন না ইহাতে আমার সন্দেহ নাই । বিষয়ী দিগের মধ্যে অনেকে সংস্কৃত কবিতার প্রত্যেক বাক্যের অর্থ অবগত হইতে ইচ্ছা করেন, এই নিমিত্ত আমি এই গ্রন্থের কবিতা সকলের বাঙ্গল টকা প্রস্তুত করিলাম । সৰ্ব্বসাধারণের বোধ-মুলত করিবার নিমিত্ত আমি এই গ্রন্থের অর্থ পরিষ্কার ও তাহার ভাবোদ্ধার করিতে সাধ্যানুসারে ক্ৰটি করি নাই, কিন্তু কত দূর পর্যন্ত কৃতকার্য হইয়াছি বলা যায় না । অবশেষে কৃতজ্ঞতার সহিত স্বীকার করিতেছি যে এতন্নগরস্থ সংস্কৃত পাঠশালার অধ্যাপক ঐযুক্তগিরিশচন্দ্র বিদ্যারত্ন মহাশয় বহু যত্ন ও পরিশ্রমস্বীকার পূর্বক এই গ্রন্থ সংশোধন করিয়া আমাকে বিশেষৰূপে উপকৃত করিয়াছেন। ঐ বাণেশ্বর শৰ্ম্ম । কলিকাতা । } ১৫ ফাল্গুন । ১৭৭৭ শক ।