পাতা:বৈরাগ্য শতক.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈরাগ্য শতক । 岛蚀 অবগত হইলাম তখন আপনাকে মুখ বোধ করিলাম মুতরাং জ্বরের ন্যায় আমার অহঙ্কার দূরীভূত হইল। ৯৯ মানে হস্লাঘিনি খণ্ডিতে চ বস্তুনি ব্যর্থে প্রয়াতেইখিনি ক্ষীণে বন্ধুজনে গতে পরিজনে নষ্টে শনৈ যৌবনে । যুক্তং কেবলমেতদেব মুধিয়াং যজ্জলুকন্যাপয়ঃ পুতগ্রাবগিরীন্দ্রকন্দরদরকুঞ্জে নিবাস কচিৎ ১% । মানে মান্তত ‘ অশ্লাঘিনি অপ্রতিষ্ঠিত হইলে খণ্ডিতে নটহইলে । চ’ এাং ‘ বসুনি ধন ব্যর্থে নিষ্ফল ‘ প্রয়াতে প্রস্থান করিলে ‘ অখিনি যাঁচক ব্যক্তি খীণে ক্ষয় হইলে " বন্ধুজনে বন্ধু বর্গ ‘গতে গত হইলে পরিজনে পরিবার নিষ্টে গত হইলে শনৈঃ ক্রমে ক্রমে ‘যৌবনে তরুণীরস্থ যুক্তং উচিত 'কেবলম্ কেবল " এতই ইহ ‘ এব’ই ‘ সুধিয়াং’ পণ্ডিতদিগের যং ধে 'জয় কন্যাপয়ঃপুতগ্রাবগিরীন্দ্রকন্দরদরীকুঞ্জে জাহ্নবীর জলদ্বার বিত্রপায{ণ হিমালয় গুহা এবং গহ্বরের কুঞ্জে নিবাসঃ’ বাসকরা * কচিং' কেন । ১০০ | যখন মান্যতার হানি হয়, যখন ধন-শূন্য হইতে হয়, যখন যাচকগণ অভিলাষ সিদ্ধি না হওয়াতে বিমুখ হইয়া প্রস্থান করে, যখন বন্ধু জন ক্ষয় হয়, যখন পরিবারবর্গ নষ্ট হয়, যখন ক্রমশঃ যৌবনাবস্থা অতীত হয়, তখন গঙ্গাজল দ্বারা পবিত্রত পাষাণ পুর্ণ হিমালয় গুহা ও গহ্বরস্থিত কোন নিকুঞ্জে অবস্থিতি করা ধীরদিগের অবগু কৰ্ত্তব্য। ১০০।