পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচার্য মধ্ব পারিতেছেন না, তাহদের নিকট তুমি শ্রেীত সিদ্ধান্ত-সমূহ প্রচার কর। তবে আচার-প্রচারের দ্বারা তুমি আচার্য্যের কার্য্য আরম্ভ করিলে তোমার উদীয়মান যশ: দেখিয়া দুর্জনগণের হৃদয়ে অতিশয় ক্লেশ উপস্থিত হইবে ; কিন্তু সজ্জনগণের তাহাতে উল্লাস ও জীবন লাভ হইবে।” মধ্বাচার্য শ্ৰীবেদবাস ও শ্ৰীনারায়ণের অভীপিত সিদ্ধান্ত-সমূহ অবগত হইয়া জগতে প্রচার করিবার জন্য কৃতসঙ্কল্প হইলেন । তাহাদের আদেশে তিনি বদরিকাশ্রম হইতে অনন্তমঠে প্রত্যাবর্তন করিলেন ।