পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচার্য্য মধব রাখিবার জন্ত বহু প্রার্থনা জানাইলেন ; কিন্তু শ্ৰীমধ্বপাদ রাজপুরুষগণের অলক্ষ্য গতিতে তথা হইতে অন্তহিত হইলেন। গো-নামক স্থানে এক সভায় শ্ৰীমন্মধবাচার্য্য অপুষ্পিত ও অফলিত বৃক্ষে পুষ্প ও ফল প্রকাশিত করিয়াছিলেন । এইরূপে শ্ৰীমন্মধবাচাৰ্য্য নানা ঐশ্বৰ্য্য প্রকাশ করির ঐশ্বৰ্য্য-প্রিয় বহির্মুখ ব্যক্তিগণকে তাহার পাদপদ্মে প্রণত করাইয়াছিলেন । কিন্তু একান্ত আত্মমঙ্গলকামী ব্যক্তিগণ ঐশ্বৰ্য্যের সেবক নহেন । তাহারা শ্ৰীমন্মধবাচার্য্যের অপ্রাকৃত ব্যক্তিত্বকে, সিদ্ধান্তকে ও শ্রোতবিচারসমূহকে অধিকতর মঙ্গলদায়ক বলিয়া বরণ করেন । বহিৰ্ম্মথগণের জন্তই আচায্যের ঐশ্বর্যা-প্রকাশ লীল৷ ( $రీy ]