পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচাৰ্য্য মধব নিকট হইতে সমাগত হইয়াছিলেন, সেই পদ্মনাভতীর্থ মধবাচার্য্যের শিষ্যত্ব লাভ করিলেন এবং বেদান্ত-সিদ্ধান্তের দ্বারা মায়াবাদিগণকে নিরাস করিয়া অনুব্যাখ্যানের টীকা ও ‘সন্ন্যায়রত্নাবলী’ নামক শ্ৰীপদ্মনাভ তীর্থ অমূল্য গ্রন্থ রচনা করিলেন । বিষ্ণুতীর্থ ও পদ্মনাভতীর্থের পূৰ্ব্বে ও পরে আরও অনেক সন্ন্যাসী মধ্বপাদের শিষ্য হইয়াছিলেন। তন্মধ্যে হৃষীকেশতীর্থ, জনাৰ্দ্দন তীর্থ, নরসিংহতীৰ্থ, উপেন্দ্রতীথ বামনতীৰ্থ, রামতীথ অধোক্ষজ তীর্থের গুরুভক্তি আদর্শস্থানীয় হইয়াছিল। ইহারা শ্ৰীমধবাচার্য্য-শিষ্যবৃন্দ পৃথিবীর পবিত্রতা সম্পাদন ও হরিপদ প্রদর্শন করিয়া স্থৰ্য্যদেবের দ্যায় যাবতীয় কুসিদ্ধান্ত-তমঃ বিনাশ করিয়াছিলেন। বহু গৃহস্থ ব্যক্তিও শ্ৰীমধ্বপাদের পূর্ণ অনুগ্রহ প্রাপ্ত হইয়াছিলেন। তন্মধ্যে ত্রিবিক্রমাচাৰ্য্য, তদনুজ শঙ্কর ও আর একজন শঙ্কর—এই তিন জনই লিকুচকুল-প্রদীপ ছিলেন । শ্ৰীমন্মধেবর শিষ্য ও প্রশিষ্যগণ সকলেই অপসিদ্ধান্ত খণ্ডনে বিশারদ হইয়াছিলেন । কেহ কেহ অল্প শাস্ত্র শ্রবণ করিয়াও ভক্তিপরায়ণ বহু গুণান্বিত ও সিদ্ধান্তজ্ঞ ছিলেন। অনেক ভূম্যধিকারী পূর্ণপ্রজ্ঞের শিষ্যত্ব গ্রহণ করিয়াছিলেন সজ্জন-রক্ষণ ও দুর্জনশাসনই তাহাদিগের সেবাকাৰ্য্য হইয়াছিল। পুণপ্রজ্ঞ। কশ্বতীর্থের নিকট এক গ্রামস্থ মঠে বাস করিয়া নিরন্তর হরিকথা কীৰ্ত্তন করিতে লাগিলেন ।