পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/১৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচার্য্য মধব প্রকাশকরূপে নির্ণয় করিয়া সৰ্ব্বতোভাবে বিষ্ণুর সৰ্ব্বোত্তমত্ব প্রতিপাদন করা হইয়াছে। প্রসঙ্গক্রমে অন্তান্ত বিষয়েরও সমথন এবং অতি বিরুদ্ধাথবাদী অন্তমতাবলম্বিগণের আপাত অথের খণ্ডন এই গ্রন্থে বণিত হইয়াছে। ২৬। শ্ৰীমদৃভগবদগীভাতাৎপৰ্য্যনির্ণয়-পূৰ্ব্বোক্ত গীতাভাষে গীতার শ্লোকসমূহের পদগুলির উল্লেখ এবং তাহাদের অথর্প প্রকাশ করা হইয়াছে। আর কোন কোন স্থলে দুৰ্ব্বোধ্যরূপে ব্যাখ্যা করা হইয়াছে। পরস্তু এই গীতাতাৎপৰ্য্যনির্ণয়ে পদসমূহের উল্লেখ প্রায় নাই ; শ্লোকসমুহের তাৎপৰ্য্যমাত্র উল্লেখ করিয়া তদধিষয়ে বহু প্রমাণ নির্দেশ করিয়াছেন। অন্তমতাবলম্বিগণের সিদ্ধান্তের দোষপ্রদর্শনও প্রকারাস্তরে করা হইয়াছে। এক ভাষাগ্রন্থেই সকল বিরুদ্ধবাদিগণের কুমত খণ্ডিত হইলে পাঠকগণের বোধগম্য হুইবে না বলিয়া অপরগ্রন্থেও কতিপয় কুমতের খণ্ডন করিয়াছেন । এইরূপে প্রকারাস্তরেও গীতার ব্যাখ্যা হইয়াছে। গীতার তাৎপৰ্য্যনির্ণয় গীতা-ভাষ্য অপেক্ষাও মনোরম ৷ ভাষে যেস্থল সংক্ষিপ্ত, তাৎপর্য্যনির্ণয়ে তাহা বিবৃত হইয়াছে এবং ভাষ্যে বিস্তৃতভাবে যাহা উল্লিখিত, এই গ্রন্থে তাহার তাৎপৰ্য্যমাত্র লিখিত হইয়াছে। পরন্তু উভয় গ্রন্থেরই মুখ্য বিষয় একই ; অবাস্তরবিষয়েই কেবলমাত্র ভেদ রহিয়াছে। মহাভারতের যে দশবিধ অৰ্থ বৰ্ত্তমান রহিয়াছে, এই গ্রন্থদ্বয়ে তাহার দুই অথের সঙ্কলন হইয়াছে । t ২৭। শ্ৰীমন্ত্র্যায়বিবরণ–ব্রহ্মস্থত্রভাষ্য ও অনুব্যাখ্যানে বিস্তৃতরূপে উপপাদিত পূৰ্ব্বপক্ষযুক্তি ও সিদ্ধান্তযুক্তিসমুহের স্পষ্ট বিবরণ এই গ্রন্থে করা হইয়াছে এবং সংক্ষেপে প্রত্যেক অধিকরণের তাৎপৰ্য্যবর্ণন স্পষ্টভাবে করা হইয়াছে । আর রূঢ়ি, মহারাঢ়ি ও যোগপ্রভৃতি শববৃত্তিসমূহ বিশেষভাবে এইগ্রন্থে প্রতিপাদিত হইয়াছে। & [ ১৭e ]