পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচাৰ্য্য মধব ভাবে হরিনামসংকীৰ্ত্তনের ব্যবস্থা করিয়াছিলেন । রজতপীঠপুরে অদ্যাপি দাসকুটীয় মাধবগণ বাদিরাজ-যতিকৃত-কর্ণাটক-ভগবৎকীৰ্ত্তন-পদ্যাদি পাঠ ও কীৰ্ত্তনাদি করিয়া থাকেন। শ্ৰীমন্মধবাচার্য্য-বিরচিত দ্বাদশ স্তোত্রের তান-লয়-স্বর-সহযোগে সংকীৰ্ত্তন বাদিরাজস্বামীই প্রচার করিয়াছেন । মাধবগণের মধ্যে কিংবদন্তী এই যে, বাদিরাজস্বামী দিগ্বিজয় করিয়া বিপুল সুবর্ণভার আহরণ করিয়াছিলেন এবং এত অধিক পরিমাণে সুবর্ণভার আহৃত হইয়াছিল যে, তিনি সেই সুবর্ণভারের দ্বারা সমগ্ৰ শ্ৰীকৃষ্ণদেবালয়কে সুবর্ণমণ্ডিত করিয়া দিলেও স্বর্ণের অভাব হইত না । বদিরাজস্বামী শ্ৰীকৃষ্ণ-দেবালয়কে সুবর্ণদ্বারা বিমণ্ডিত করিতে ইচ্ছা করিলে শ্ৰীকৃষ্ণদেব তাহাকে স্বপ্নে আদেশ করেন যে, কলিকালে সুবর্ণ-মন্দিরনিৰ্ম্মাণ অনর্থকর, তাহাতে ভগবদবিরোধী, লোভী, দক্ষ্যপ্রতিম পাষণ্ডকুলের দৃষ্টি পড়িতে পারে। বাদিরাজস্বামী এই স্বপ্নাদেশ প্রাপ্ত হইয়া স্ব-সংকল্প হইতে বিরত হইলেন এবং তাহার আহত সুবর্ণভার শ্ৰীকৃষ্ণদেবালয়ের উত্তর-ভাগস্থ ভূমির অভ্যস্তরে প্রোথিত করিয়৷ তদুপরি ‘নাগ’ প্রতিষ্ঠা করিলেন ; সেই স্থানে অদ্যাপি স্বব্রহ্মণ্য পূজিত হইতেছেন। এইরূপে বাদিরাজস্বামী বহু ব্যক্তিকে শিষ্য এবং বহু গ্ৰন্থ নিৰ্ম্মাণ করিয়া সেই সকল শাস্ত্ররাজি প্রচার করিয়াছিলেন । তাহার রচিত গ্রন্থের তালিকা নিম্নে প্রদত্ত হইতেছে — - (১) যুক্তিমল্লিকা, (২) স্বধাটিপ্পনী, (৩) তত্ত্বপ্রকাশিকাটিপ্পনী, (৪) সমগ্র মহাভারতটীকা—লক্ষালঙ্কারঃ, (৫) সরসভারতীবিলাসঃ, (৬) পাষণ্ডমতথগুনম্, (৭) অধিকরণনামাবলিঃ, (৮) মহাভারততাৎপৰ্য্যনির্ণয়টাকা, (৯) রুক্মিণীশবিজয়কাব্যমূ, (১০) তীর্থপ্রবন্ধঃ, (১১) জৈনমতখগুনম্। &- [ >bb ]