পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তবিংশ অধ্যায় । শ্ৰীমধবাচার্য্যের সিদ্ধান্ত “শ্ৰীমন্মধবমতে হরিঃ পরতমঃ সত্যং জগত্তত্ত্বতে ভেদে জীবগণ হরেরলুচরা নীচোচ্চভগবৎ গতাঃ। মুক্তির্নৈজমুখামুভূতিরমলা ভক্তিশ্চ তৎসাধনং হাক্ষাদি ত্রিতয়ং প্রমাণমথিলামায়ৈকবৈদ্যো হুরিঃ ॥” ' উপরি-উক্ত শ্লোকনিবন্ধে শ্ৰীমন্মধ্বসিদ্ধান্ত সংক্ষেপে পরিপুটিত রহিয়াছে। এই শ্লোকটি শ্ৰীমধ্বসম্প্রদায়ের আচাৰ্য্যগণের গ্রন্থরাজিতে শ্ৰীমধ্বসিদ্ধান্ত-সম্পূটরূপে সৰ্ব্বত্র উদাহৃত হইয়া থাকে। শ্ৰীমাধবগৌড়ীয়ামায়ের পূর্বাচাৰ্য্য শ্ৰীপাদ জয়তীৰ্থও তাহার গ্রন্থমধ্যে এই শ্লোকটি আহরণ করিয়াছেন । তত্ত্ববাদি-সম্প্রদায়ের প্রধান পণ্ডিতাচাৰ্য্য শ্ৰীপাদবাদিরাজ তীর্থও র্তাহার গ্রন্থমধ্যে এই শ্লোকটি উদ্ধার করিয়াছেন। কেহ কেহ বলেন যে, এই শ্লোকটি শ্ৰীমন্মধ্ব-শিষ্ণু শ্ৰীমৎ ত্ৰিবিক্রমাচাৰ্য্যবিরচিত। এই শ্লোকটির তাৎপৰ্য্য এই যে, শ্ৰীমন্মধবাচার্য্যের সিদ্ধান্তানুসারে— ভগবান বিষ্ণুই সৰ্ব্বোত্তম, জগৎ সত্য, ঈশ্বর, জীব ইমানসিদ্ধা ও জড়ে পরস্পর পঞ্চভেদ সৰ্ব্বদা নিত্য, জীবসমূহ সংক্ষেপ শ্ৰীহরির অনুচর, জীবগণের মধ্যে পরস্পর যোগ্যতার তারতম্য বর্তমান, জীবের স্বরূপানুগত ধৰ্ম্মের অভিব্যক্তিই ‘মুক্তি', নিৰ্ম্মল, শুদ্ধ বা অহৈতুকী ভক্তিই জীবের স্বরূপান্থগত ধৰ্ম্মের অভিব্যক্তির সাধন । 虧 [ ১৯ • ]