পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/২৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচাৰ্য্য শ্ৰীমধব tune of music, chanting the chap ters of Dwadasa Stotram or other songs of an elevating character. As the chant proceeds, and the dance goes on, the hair stands on end, tears flow from the eyes and the brain is on fire with emotion. Some of the devotees more emotional than others swoon away, overpowered by memories of Sri Krishna’s wonderful Leelas. (Life and Teachings of Sri Madhwacharyya by C. M. Padmanavachari, Chapter XIII, p. 145 ) তাৎপৰ্য্য—যে সকল সন্ন্যাসী পালাক্রমে শ্রীকৃষ্ণের সেবাভার গ্রহণ করেন, র্তাহারা শ্ৰীবৃন্দাবনের সেই গোপীবৃন্দ, র্যাহারা শ্রীকৃষ্ণের প্রতি স্বতীব্র ও অনিৰ্ব্বচনীয় অনুরাগ-বশতঃ তাহার নিত্য-সহচরী ছিলেন ; অধুনা তাহারাই তাহার সেবা-সুযোগ-লাভের জন্ত পুনরায় প্রকটিত হইয়াছেন ; এই সকল সন্ন্যাসিগণের আচরণে এইরূপ মনে হয়, যেন তাহার স্বয়ং শ্রীকৃষ্ণের সহিত অবস্থান ও বিচরণ করিতেছেন । * * * সংবৎসরব্যাপী বিভিন্ন উৎসবদ্বারা শ্ৰীকৃষ্ণলীলা নিত্যকাল স্মৃতিপথে জাগরূক করিতেছেন । ‘দ্বাদশ-স্তোত্র অথবা ভগবন্মহিম-স্বচক অন্ত কোন স্তোত্র পাঠ করিতে করিতে র্তাহার। বাঘের তালে তালে প্রেমময় ভগবানের পুরোভাগে নৃত্য করিতে থাকেন। স্তোত্র-পাঠ ও নৃত্যের সঙ্গে সঙ্গে তাহাদের রোমাঞ্চ হয় এবং অশ্রদ্ধার বহিতে থাকে এবং তাহারা ভগবদ ভাবে বিভাবিত হন । ভক্তগণের মধ্যে র্যাহারা অধিক ভক্তিভাবপ্রবণ, র্তাহারা ত্রীকৃষ্ণের বিচিত্রলীলা স্বরণ করিতে করিতে বাহসংজ্ঞারহিত হইয়া পড়েন ।