পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৩১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচার্য্য শ্ৰীমধব ভক্তিমানের জন্মসাফল্য— স নাম স্বকৃতী লোকে কুলং তেনাভ্যলকৃতম। আধার: সৰ্ব্বভূতানাং যেন বিষ্ণু প্রসাদিতঃ ॥ { কৃষ্ণামৃতমহার্ণব e শ্লোক ) এই সংসারে যিনি ভগবান বিষ্ণুকে প্রসন্ন করিয়াহেন, তিনিই স্বকৃতী ( বিদ্বান ) এবং তৎকর্তৃকই কুল অলঙ্কত হইয়া থাকে ও তিনিই নিখিল প্রাণিগণের আশ্রয়স্বরূপ । হৃদি রূপং মুখে নাম নৈবেদ্যমুদরে হরেঃ । পাদোদকঞ্চ নিৰ্ম্মাল্যং মস্তকে মস্ত সোহচ্যুতঃ ॥ ( কৃষ্ণামৃতমহার্ণব ৪৪ শ্লোক ) যাহার হৃদয়ে হরির রূপ, মুখে হরিনাম, উদরে হরির নৈবেদ্য, মস্তকে হরির পাদোদক এবং নিৰ্ম্মাল্য বৰ্ত্তমান, তিনি বিষ্ণুর অভিন্ন-স্বরূপ । অসারে খলু সংসারে সারমেকং নিরূপিতম্। সমস্তলোকনাথস্থ্য সারমারাধনং হরেঃ ॥ ( কৃষ্ণামৃতমহার্ণব ৭৩ শ্লোক ) এই অসার সংসারে ইহাই একমাত্র সার নিরূপিত হইয়াছে যে, সকললোকনাথ হরির আরাধনাই শ্রেষ্ঠ কাৰ্য্য । যস্ত বিষ্ণুপরে নিত্যং দৃঢ়ভক্তির্জিতেন্দ্ৰিয়: । স্বগৃহেইপি বসন্যাতি তদ্বিষ্ণে পরমং পদম শঙ্করঃ (कुक्|श्रृङमश्!दि १e cल्लोक } যে ব্যক্তি নিত্য বিষ্ণুপরায়ণ এবং বিষ্ণুতে দৃঢ়ভক্তি ও জিতেন্দ্রিয়, তিনি গৃহে বাস করিয়াও বিষ্ণুর পরমপদ প্রাপ্ত হইয়া থাকেন। [ ২৯৬ ]