পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৩১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচাৰ্য্য শ্ৰীমধব স। হানিস্তন্মহচ্ছিদ্রং সা চান্ধ-জড়মুকত । যন্মুহূৰ্ত্তং ক্ষণং বাপি বাস্থদেবো ন চিন্ত্যতে ॥ ( কৃষ্ণামৃতমহtণব ৪৮ শ্লোক ) ষে মুহূৰ্ত্ত অথবা যে ক্ষণে বাস্থদেব-চিন্তা না করা হয়, সেই মুহূৰ্ত্ত ও সেই ক্ষণই অনিষ্টকর এবং সেইটাই মহচ্ছিদ্রস্বরূপ ও তাঁহাই অন্ধত, জড়ত এবং মুকতা । মুক্তের গতি— যথাসঙ্কল্প-ভোগাশ্চ চিদানন্দশরীরিণঃ । জগৎস্থষ্যাদিবিষয়ে মহাসামর্থ্যমপৃতে । ষথেষ্টশক্তিমন্তশ্চ বিনা স্বাভাবিকোত্তমান ॥ অনন্যবশগাশ্চৈব বৃদ্ধিহাসবিবর্জিতাঃ। দুঃখাদিরহিত নিত্যং মোদন্তেহবিরতং সুখম্। ( অণুভাষ্য, ৪র্থ জঃ ৪ৰ্থ পঃ, ৬-৭ শ্লোক ) শ্রেষ্ঠ মানব ও উত্তম দেবগণ মুক্তদশায় চিদানন্দশরীরযুক্ত হইয়া ( জনাদনের সহিতই ) যথাভিলষিত ভোগ-বিশিষ্ট হন ; জগৎস্থষ্টি প্রভৃতি ব্যাপারে মহা-সামর্থ্য থাকিলেও র্তাহারা নিজেরাই স্বয়ং যথেষ্ট শক্তিশালীও বটেন ; স্বভাবতঃই উত্তম মুক্ত পুরুষগণ ব্যতীত তাহার অন্তান্ত নিকৃষ্ট বা কনিষ্ঠ পুরুষগণের বশগামী নহেন এবং আনন্দবিষয়ক-হ্রাস-বৃদ্ধি-বিহীন ও প্রাকৃত দুঃখ-সুখ-রহিত হইয়া নিত্যকাল নিরবচ্ছিন্ন মুখ অনুভব করেন।