পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায়—শ্ৰীমধব বায়ুর তৃতীয় অবতার সহসঃ ( বলপূর্ণন্ত ) দেবন্ত ( বায়ুদেবস্ত ) বট ( বলাত্মকং ) দর্শতং ( দৰ্শেন জ্ঞানেন ততং ব্যাপ্তম্) ভগঃ ( ভরণগমনশীলম্ ) তৎ ( মূলব্ধপম্) যতঃ ( যম্মাৎ বিষ্ণোঃ ) অজনি (উৎপন্নমভূৎ ) ইখ (ইখমেব মূলরূপবদেবেতি যাবৎ ) বপুষে ( অবতাররূপায়) ধায়ি (অধায়ি প্রথমাবতীরং হনুমন্তং স্তেতি ) ৷ যদীং ( য এব) মতিঃ (মতিমান হুমুশব্দস্ত জ্ঞানবাচিত্বাৎ মতিমান হনুমান ) উপ (রামসমীপে ) হবরতে (সঞ্চরতে ‘হুবর* ক্রীড়া কৌটিল্যয়োরিতি ধাতুঃ, রামসমীপে কুটিল নন্ত্রীভূয় তিষ্ঠতি ) ৷ সাধতে ( রামকাৰ্য্যাণি সাধয়তি ) ঋতস্ত ( জ্ঞানরূপস্ত অরণ্যবাসে সত্য প্রতিজ্ঞস্ত বা রামস্ত ) সক্রতঃ ( অমৃতস্রাবিণীঃ), ধেনা: ( সজ্জনপোষণকর বাচ; ) আনয়ন্ত ( আনীতবান্‌) ॥ ১১ ॥ যেরূপ বিষ্ণু হইতে উৎপন্ন প্রধান বায়ু বা মুখ্যপ্রাণ জ্ঞানবল ও দেহ বল-বিশিষ্ট, সেইরূপ বলপূর্ণ বায়ুদেবের অবতারেও জ্ঞানবল ও দেহবল সঞ্চারিত হইয়াছে অর্থাৎ অবতারীর গুণ অবতারেও প্রবিষ্ট আছে । ইহা দ্বারা প্রধান বায়ুর প্রথম অবতার ঐহকুমানকে স্তব করিতেছেন । সেই হনুমান রামসেনামধ্যে বিশেষ বুদ্ধিমান ; তিনি সৰ্ব্বদা রামচন্দ্রের সমীপে বিনীতভাবে সঞ্চরণ করেন এবং রামকাৰ্য্য-সমূহ সাধন করিয়া থাকেন। এই হনুমনই সত্য-প্রতিজ্ঞ ত্ররামচন্দ্রের অমৃতস্রাবিণী সজ্জনপোষণকারিণী বাণী সীতা-সমীপে আনয়ন করিয়াছিলেন ॥ ১১ ॥ পৃৎক্ষে বপুঃ পিতুমান্নিত্য আশয়ে দ্বিতীয়মাসপ্ত শিবাস্থ মাতৃষ্ণু ॥ ১২ ৷

  • (বায়োদ্বিতীয়াবতীরং ভীমসেনং স্তৌতি । পৃৎক্ষ ইতি)। অস্ত (বায়োঃ) পুৎক্ষঃ ( কৌরবপূতনাক্ষয়কারি ) দ্বিতীয়ং (হনুমদপেক্ষয় দ্বিতীয়ম্ ) বপুঃ (ভীমসেনরূপম) পিতুমান (বহুবরং ভোক্ত পিতুরিত্যন্নমিতি

[ २& ] હો