পাতা:বৈষ্ণবাচার্য্য শ্রীমধ্ব.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈষ্ণবাচার্য্য মধ্ব কোলে এবং সিংহাচল নৃসিংহ-মন্দিরে ফলকদ্বয়ও নরহরিতীর্থের তথায় অবস্থানের কাল নির্ণয় করে । বিদ্যারণ্য ভারতী ১২৬৮ শকাব্দে বিজয়নগর-রাজ হইতে র্তাহার শৃঙ্গেরিমঠের জন্য ভূসম্পত্তি লাভ করেন। তিনি শ্ৰীমাধব চতুর্থ শিষ্য অক্ষোভ্যের সমসাময়িক । আসিনা তত্ত্বমসিন পরজীবপ্রভেদিন । বিদ্যারণ্যমরণ্যানীমক্ষোভ্যমুনিরচ্ছিনৎ ॥ আবার বেদান্ত-দেশিক ত্রয়োদশ শক শতাব্দীতে জীবিত থাকিয়া বিজয়নগর-রাজের অনুরোধে বিদ্যারণ্য ও অক্ষোভ্যের বিচার মীমাংসক হইয়াছিলেন । বেদান্ত-দেশিকের বৈভব-প্রকাশিকা’ গ্রন্থে এই ঘটনার বেদান্তদেশিক, বিদ্যারণ্য, উল্লেখ আছে। জয়তীর্থ-বিজয়ে ಕ್ಲಾರ್ತೆ সহিত ask a sorts বিষ্ঠারণ্যতীর্থের সাক্ষাৎকার উল্লিখিত হইয়াছে। সমসাময়িক বিদ্যারণ্য নিজ গ্রন্থে জয়তীর্থের ভাষ্য উদ্ধার পূর্বক বিচার করিয়াছেন। সুতরাং বিদ্যারণ্য, জয়তীর্থ, অক্ষোভ্য ও বেদান্ত-দেশিক একই সময়ের ব্যক্তি। উপরি-উক্ত প্রমাণবলী হইতে আমরা অল্প কথায় এই বুঝি যে, মধেবর জন্মকাল – ( ১ ) শকাব্দ। ১০৪০, ১১ • • বা ১১৬০ বিলম্বী বর্ষে। ( ২ ) শকাব্দ। ১০৪০ ৷ (৩) ১১২১ শকাব্দার পর কোন বর্ষে । ( ৪ ) শকাব্দ ১১০ o। o . . . ( ৫ ) নরহরিতীর্থ ১২০৩ শকের পূৰ্ব্বে মধেবর নিকট সন্ন্যাস গ্রহণ করেন ও ১২১৫ শকের পর তদীয় পীঠে অধিরোহণ করেন। প্রস্তরফলকত্ৰয় ইহার প্রেমাণ | [ ৩৪ ]