পাতা:বৌদ্ধগান ও দোহা.djvu/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মেখলা টীকা
১২১

 অয়মর্থঃ। বহির্নির্গতসর্ব্বভাবানাং শূন্যত্বেনাকারচক্রমারচ্য অশূন্যঞ্চ শরীরে কল্পিতযোগেন রাগান্তমপি ধিয়া প্রবিশ্য তদা চ মূলীভূতা অনয়োঃ শূন্যাশূন্যয়োর্মধ্যে রে মূঢ় কিমপি তত্ত্বং ন দৃষ্টং ন জ্ঞাতমিত্যর্থঃ॥ ১১॥

 এবঞ্চেৎ, নাস্ত্যেব কিঞ্চিত্তত্ত্বমিত্যাহ।

সহজ এক পরআথে তহি ফুল্ল কাহ্ন পরজই।
শাত্থ আগম বহু পঠই বট কিংপি ন জানই॥ ১২॥

 অয়মর্থঃ। সহজমেকং পরং তত্ত্বমস্তি। তচ্চ কৃষ্ণবজ্রঃ পরং জানাতি। শাস্ত্রাণি তর্কাদীনি আগমাঃ ক্রিয়াচর্য্যাদিকাণি বহুবিধানি পঠতি পাঠয়তি শৃণোতি শ্রাবয়তি চ কিমপি [ন জানাতি] বজ্রযানাদিনিরুত্তরমন্ত্রনয়রহস্যবহির্মুখত্বাত্তৎ পুনর্মৎসদৃশঃ পরং জানাতীত্যর্থঃ॥ ১২॥

অহ ণ গমই ঊহ ণ জাই
বেণিরহিঅ তসু নিচ্চল পাই।
ভণই কহ্ন মন কহবি ণ ফুট্টই
নিচ্চল পবণ ঘরিণি ঘর বত্তই॥ ১৩॥

 অধো ন[গচ্ছ]ত্যপানবায়োর্নিরোধাৎ ঊর্দ্ধং ন গচ্ছতি প্রাণবায়োর্নিরোধাৎ। দ্বাভ্যামূর্দ্ধাধঃ-প্রাণাপানাভ্যাং রহিতং পরিত্যক্তং তস্য তথারূপেণ বোধিচিত্তং নিরস্য তিষ্ঠতীতি। তদেব দর্শয়ন্নাহ। ভণতি কৃষ্ণাচার্য্য[ঃ] মন বোধিচিত্তং কথমপি ন স্ফুটতি ন রুধ্যতীত্যর্থঃ॥ ১৩॥

 এবংভূতং বোধিচিত্তং কুত্র বর্ত্তত ইতি তদেব স্পষ্টয়ন্নাহ।

বরগিরিকন্দরকুহির জগু তহি সঅল চিত্ত [ত্থ]ই।
বিমল সলিল সোস জাই কালাগ্নি পইঠ্ঠই॥ ১৪॥

 অয়মর্থঃ। বরঃ শ্রেষ্ঠো গিরিঃ কঙ্কালরূপো মেরুগিরিঃ। তথাচ শ্রীসম্পুটে।

স্থিত[ঃ] পাদতলে বায়ুঃ ভৈরবো ধনুরাকৃতিঃ।
স্থিতোঽস্তি কটিদেশে তু ত্রিকোণোদ্ধরণস্তথা॥
বর্ত্তুলাকাররূপো হি বরুণস্ত্রিদলে স্থিতঃ।
হৃদয়ে পৃথিবী চৈব চতুরস্রা সমস্ততঃ।
কঙ্কালদণ্ডরূপোহি সুমেরুর্গিরিরাট্ তথেতি॥

 তস্য কন্দরং কুহরং তদেব পঞ্চানামগোচরত্বাদ্ গম্ভীরং তত্র কিম্ভবতীত্যাহ। তত্র নৈরাত্মধাতুঃ জগৎ সকলমেব উৎপন্নং স্থিরীভবতি। এতেন কিং স্যাদিত্যাহ। বিমলং নিবৃত্ত্যা সুখরূপেণ সলিলে সাংবৃতশুক্রদ্রবাকারেণ বিমলরূপং সমরূপং বোধিচিত্তং শোষং যাত্যধঃপততীত্যাহ। তথাচ শুক্রসিদ্ধৌ—