পাতা:বৌদ্ধগান ও দোহা.djvu/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪০
ডাকার্ণব


পহন্তোইও আমুমুডহ লঘু, মোক্ষরূঅ অজানই বিস্সই॥
সবরো বজ্জ সন্ত সহাঅও,
নিআরু ধম্মা অধম্মু নিসেঅও।
পবনহন্তো, জাইনি অংভহরূই, জরহাস নুমন্তু,
উদ্দই সুক্ক চহাই॥

পুণো পবনহন্তঈ, অআরও দ্দেজও;
বম্মই রূঅ পম্মাও॥
রয়ই, অজুগই অক্খজুসোউ॥
সবরো, তিন্নিবান সিরসংঠ্ঠইও, জুবনি সয়লই; নাবহই রূঅ॥
মা রোই মজ্জ তত্তই রূঅ, সবরো অআরু, ভণিঅং,
কুবনিরূঅ মুহউ আরুই॥

পবণুও মুঅত মণ্ডিঅও সজ্জরূঅউ সহাবই॥
কমজ্জঠ্ঠইঅও, তিন্নিবাণসিরসউ সইঅও,
তত্তগিঅ রস রূঅ।
নিকরো নিস্সহাবই জানু॥
ভিন্নি বগ্‌গ পহইঅং। অআর দ্বেইঅং;
কাইমও ধাবও॥

পবণহন্তোই, এজুও, সয়লই মহই সহাই॥
অন্ধধীবহন্তো অপবণহন্তই, আহনু মুক্ক চাঅও, অভিণ্ণ॥
পাব বটই বীও ইহি জুঠইঅও;
সিজ্জন্তু সাহন্তরূঅও। কভিন্ন বীও অক্ক সুজুবণ বিম্বু॥

তসু পাস বীও, এআরকণাহরো, মচ্চলুই কল্লূ।
এঅঞ্চক্কু গঅন সহাও॥
নব পহহঅ, জুঅর বিন্দই অক্খরঅ, সত্তসরূঅ তিহাক॥


ইত্যাহ ভগবান্ দেবঃ সর্ব্বসিদ্ধিপ্র[য]চ্ছকঃ।
মন্ত্রসঞ্চারযোগাত্মা ডাকিনীসময়স্থিতঃ॥