পাতা:বৌদ্ধগান ও দোহা.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪
চর্য্যাচর্য্যবিনিশ্চয়ঃ

 তথাচ সহজসম্বরে

সর্ব্বব্যাপি নিরাভাষি করুণৈকরসং মনঃ।
আলিঙ্গতি ঝটিত্যেষা বৃষস্যন্তী চ শূন্যতা॥

 চতুর্থপদেনাধিমাত্রাধিমাত্রস্যানুশংসামাহ—

 তরংগতে[১] হরিণা ইত্যাদি। সহজজ্ঞানাববোধেন যোগিনস্তস্য স্বচিত্তহরিণস্যাবয়বাদি—বিকল্পং ন কল্পয়ন্তি[২]। যেঽপি বহিঃশাস্ত্রাগমাভিমানিনঃ পণ্ডিতাস্তে[৩]ঽপ্যস্মিন্‌ ধর্ম্মে সংমূঢ়া দূরতরাঃ। ভুসুকুপাদসিদ্ধাচার্য্যো হি বদতি তেষাং হৃদয়ে কিঞ্চিৎ তত্বোন্মীলি(ল)তমাত্রং ন ভবতীতি। যদুক্তং [১২ক] ভগবতা চতুর্দেবীপরিপৃচ্ছামহাযোগতন্ত্রে

চতুরাশীতিসাহস্রং ধর্ম্মস্কন্ধে মুনেঃ + + ।
তত্ত্বং যে ন [হি] জানন্তি তে সর্ব্বে(র্ব্ব) নিষ্ফলায় বৈ॥ ৬ ॥


রাগ পটমঞ্জরী

কাহ্নুপাদানাম্।  অলিএঁ কালিএঁ বাট[৪] রুন্ধেলা।
তা দেখি কাহ্নু বিমন ভইলা॥ ধ্রু ॥
কাহ্নু কহিঁ[৫]গই করিব নিবাস
জো মনগোঅর সো উআস॥ ধ্রু ॥
তে তিনি তে তিনি তিনি হো ভিন্না
ভণই কাহ্নু ভব পরিচ্ছিন্না॥ ধ্রু ॥
জে জে আইলা তে তে গেলা।
অবণাগবণে কাহ্নু বিমন ভইঈলা॥ ধ্রু ॥
হেরি সে কাহ্নি ণিঅড়ি জিনউর বট্টই
ভণই কাহ্নু মোহিঅহি ন পইসই॥ ধ্রু ॥

  1. গানে তরঙ্গন্তে; টীকায় তরং গতে।
  2. পুথি, কল্পয়তি।
  3. পুথি, পণ্ডিতাতে।
  4. পুথিতে বাট ও রুন্ধেলা, এই দুইটি শব্দের মধ্যে একটি বৃথা একার আছে।
  5. কহিঁ ও গই, এই দুই শব্দের মধ্যে একটি বৃথা ব আছে।