বিষয়বস্তুতে চলুন

পাতা:ব্যবসায়ে বাঙালী.djvu/৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Svi Јеumud Math Dutta 14C, KAL1 KUMAR BANERJEE LANE TALA, CALCUTTA-2. মুখবন্ধ [ আচাৰ্য্য প্রফুল্লচন্দ্র রায় লিখিত ] ধ্বংসোন্মুখ বাঙালীকে ব্যবসাবাণিজো উদ্ধ ন্ধ করাই আমার জীবনের তান্ততম সাধনা বলিয়া গ্রহণ করিয়াছি এবং আজীবন যথাশক্তি প্রচারকার্য্য দ্বারা এবং তাতে কলমে আমার আদর্শ দেশবাসীর সম্মুখে ধরিয়া আসিতেছি । আমার স্বপ্ন এখনও সম্পূর্ণ সফল হইয়াছে একথা বলিতে পারি না, তবে তাহা যে সংশিকভাবে সার্থক হইয়াছে তাহার প্রমাণ দেখিতেছি । হাতে কলমে অভিজ্ঞতা লাভ করিয়া ক্ষুদ্র সূচনা হইতে যাহার। বড় কারবার গড়িয়া তুলিবার শক্তি ধারণ করেন, তাহারা প্রশংসার পাত্র । গ্রন্থকার বিজয়বাবু এই শ্রেণীর লোক । ইনি নিজে ষ্টীন অবস্থা হইতে স্বীয় অধ্যবসায় ও দৃঢ়-সঙ্কল্প বলে ব্যবসায়ে কৃতিত্ব লাভ করিয়াছেন—সুতরাং একজন ভুক্তভোগী , হইয়া সমস্ত অভিজ্ঞতা জ্ঞাপন করিয়াছেন । এই পুস্তকে তিনি যে সকল কথা বলিয়াছেন তাহ শোনা কথা বা পুথিগত বিদ্যা নহে, একজন ভুক্তভোগীর অভিজ্ঞতালব্ধ জ্ঞানের কথা । ‘আড়তদারী-পরিচালন, ‘ব্যাঙ্কের সাহায্যে ব্যবসাপরিচালন, ব্যাঙ্ক ও আভুতদারীর মধ্যে পার্থক্য, যৌথ কারবারে