পাতা:ভক্তিগানামৃত.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ సె( ] ভাঙ্কিত শুশান বাস, রঞ্জিতা সুধাংশু নিভা । বিকটা অসুর পক্ষে, সঙ্কটা পাষণ্ডে লক্ষে, প্রকট। সাধক বক্ষে, ত্রিপুট। শঙ্কর লভা । ঘোরা শুভ ৰূপ রামা, তারা অনুপমা বৰ্ণমা, স্বৰূপা স্বৰূপ শু মো, কৃপা ৰূপ। চন্দ্র লোভা ৷ রাগিণীরট মল্লার। তাল জলদৃতেতাল । দামিনী দমন ৰূপা, বর্ণ অঞ্জন দলিত । কামিনী কে মেলা দপী, সুধাংশু সম ললিতা ॥* কজ্জল সমান শ্বামী, উজ্জ্বল যেন চন্দ্রিম, স্বচ্ছ সুদৰ্পণ সমা, জাজ্বল্য ৰূপ শোভিত । চরণে কাম দাহন, বসনে করি বজর্জন, দশনে জিহবা ধারণ, রণে দনুজ দলিতা ॥ কমনীয় স্থপ্রতিমা, রমণীয়া মূৰ্ত্তি উমা, শোভনীয়া ৰূপ৷ বামী, শ্রিয়া শোভে অনিন্দিত । অস্থিরা সমর মধ্যে, অধীর। শক্র বিরুদ্ধে, ঘোরাকার মহাকুদ্ধে, অপর করবলিত । দেবেন্দ্ৰ সদা সেবিতা, চন্দ্র তপন পূজিতা, ত্বং মুনীন্দ্র আরাধিতা, শ্ৰীচন্দ্র দেয়ী বন্দিতা ॥ রাগিণী জয়জয়ন্তী। তাল একতাল । শ্বামী উমা ধুমা বামা, প্রতিমা বর্ণনাতীতা । চণ্ড মুণ্ড দণ্ড খণ্ড, প্রচণ্ড প্রতাপান্বিত ॥ তার। সারা নিরাকার, মহাঘোরা ৰূপান্বিতা, . সুধীর অধীরা ধীরা, পরাপরাজিতান্বিতা । নবীন প্রবীণ ক্ষীণ, ভীষণ। ভূষণান্বিতা, তাড়না দৈত্য হননা, ছেদন খং খড়গাম্বিতা ৷ ( هنb) ( ア>)