পাতা:ভক্তিগানামৃত.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৪e 1 অত্যন্ত শুভ্র বসনা, কপূর ধবলা । ৰজ মৌলি বিভূষণ, চতুর্ভুজ শোভমান, পুস্তকাভয় ধারণা, স্থত মুক্তামালা । চন্দ্রের এই মনোভীষ্ট, করি দূর দুরদৃষ্ট, বাগীশ্বরী নাশ স্বস্ট, এই ভব স্বাল ॥ (৬e ) কালী । রাগিণী বাগেশ্বরী। তাল জলদৃতেতাল।। কালী তোমার মহিমা, কে বুঝিতে পারে । ভূবন করিলে রক্ষা, দৈত্যদল সংহারে । তুমি কালী আদ্যশক্তি, ত্রিভুবন ধৃতি শক্তি, বর্ণিবারে কারে শক্তি, ৰিনা মহেশ্বরে । তোমার মহিমা যত, কে বুঝিতে পারে তত, স্বয়ং শঙ্কু অবগত, কিঞ্চিত প্রকারে । এই করি নিবেদন, শমনে কর দমন, চন্দ্ৰে দিও শ্ৰীচরণ, কৃপাময়ী ভব পারে । ( ৩১ ) রাগিণী শোহিনী । তাল ধিমাতেতাল।। জপ মন নিরস্তর, কালী কালী ত্রিনয়নী । করাল বদনী শিবে, চতুর্ভুজ ধারিণী ॥ ভয়ঙ্করী ঘোর বেশী, তাহে বিগলিতকেশী, সদাশিবে মন বেশী, জগত জন জননী । দশ মহাবিদ্যা বিনি, সৰ্ব্বৰূপ একাকিনী, অসুর নাশ কারিণী, শঙ্কর মনোমোহিনী । র্যাহার নাম স্মরণে, ভয় না থাকে শমনে, চন্দ্রের ভাবন মনে, সদা চরণ দুখানি ॥ ( ७२ )