তরঙ্গ। ] ভক্তিরঞ্জাকর । , 2ణ&b নরোত্তম মহরিঙ্গে, ভালে প্রেমরসের হিল্লোলে ॥ নরোত্তমগুণ যত, কে তাহ কহিবে কত, প্রেমবৃষ্টি র্যার সঙ্কীর্তনে । শ্ৰীঅদ্বৈত নিত্যানন্দ, গণসহ গৌরচন্দ্র, নাচয়ে দেখিল ভাগ্যবানে ॥ গৌরগণ-প্রিয় অতি, নরোত্তম মহামতি, বৈষ্ণবসেবনে র্যার ধ্বনি । কি অদ্ভুত দয়াবান, কারে বা না করে দান, নিৰ্ম্মল ভকতি-চিন্তামণি ॥ পাষণ্ডি-অস্থরগণে, মাতাইলা গোরাগুণে, বিহ্বল হইয়া প্রেমাবেশে। অলৌকিক ক্রিয়া যার, হেন কি হইবে আর, সে না যশ ঘেষে দেশে দেশে ॥ কহে নরহরি হীন, হ’বে কি এমন দিন, নরোত্তমপদে ৰিকাইৰ। সঘনে দু’বাহু তুলি, প্ৰভু নরোত্তম বলি, কাদি কি ধূলায় লোটাইব ॥ পুনঃ দেশপালঃ । রঙ্গবৰ্দ্ধিনী ছন্দঃ ॥ জয়তু শুভমণ্ডিত স্থপণ্ডিত, নরোত্তম-মহাশয় মনোজ্ঞ সব রীত, বরগৌরব গভীর অতিধীর গুণধাম । প্রেমময় রূপ উপমারহিত, মত্ত দিন রাতি রত গান নব তান, গতি নৃত্য স্থত চিত্ত মৃদু অঙ্গ অভিরাম। সেবন হবিগ্রহ নিরস্তর মহামুদিত, গৌর হরিভক্ত-প্রিয়পাত্র করুণ বিদিত, দীনজন-বন্ধু কৃতপূর্ণ সব কাম। মধুতর কীৰ্ত্তি জগভূষণ ন দূষণ, অপার গুণ পার নাহি পায়ত, কবীন্দ্রগণ গায়ত অনুক্ষণহি দাস ঘন শু্যাম ॥ ঞ্জনরোত্তমের চারু চরিত্র অপার। তাছা একমুখে কি ৰবি মুঞি ছার। শ্ৰীঠাকুর মহাশয়গুণে কে না করে।
পাতা:ভক্তিরত্নাকর.djvu/১০৫৯
অবয়ব