፩ግ© ভক্তিরত্নাকর । [ পঞ্চম তরঙ্গ । মানসরোবর ছিল। যমুনা ওপার । এবে হইলেন যমুনার ধারাদ্বয় । মধ্যে মানসরোবর অতিশোভাময় ॥ এই আর দেখ এ প্রদেশে নানা গ্রাম । কৃষ্ণলীলাস্থলী এ সকল অনুপম । আহে শ্ৰীনিবাস এই দেখ লোহবন। লোহবনে কৃষ্ণের অস্তুত গোচারণ ॥ নানা পুষ্প স্বগন্ধে ব্যাপিত রম্যস্থান । এথা লোহজঙ্ঘাস্বরে বধে ভগবান ॥ লোহজঙ্ঘবন নাম হয়ত ইহার । এ সৰ্ব্ব পাতক হৈতে করয়ে উদ্ধার ॥ তথাহি আদিবারহে ॥ লেtহজঙঘবনং নাম লোহজঙ্ঘেন রক্ষিতং । নবমন্ত বনং দেবি সৰ্ব্বপাতকনাশনং ॥ দেখ এ প্রদেশে নীল। স্থান মনোহর । সর্ববত্র বিহুরে সদা মন্দের কুমার ॥ এত কহি সৰ্ব্বত্রই করিল দর্শন। কৃষ্ণ বলরাম নৃসিংহাদি মূর্তিগণ ॥ যমুনা নিকট যাই শ্ৰীনিবাসে কয় । এই ঘাটে কৃষ্ণ নৌকাজীড়। আরম্ভয় ॥ সে অতি কৌতুক রাই সর্থীর সহিতে। দুগ্ধাদি লইয়া ভাইসেন পার হৈতে ॥ দেখি সে অপূৰ্ব্ব শোভা কৃষ্ণ মুগ্ধ হৈয় । এক” ভিতে রহে অতিজীর্ণ নৌকা লৈয় ॥ শ্রীরাধিক। সখীসহ কহে বারে বারে । পার কর নাবিক যাইব শীঘ্ৰ পারে ॥ তথাহি পদ্যাবল্যtং নৌক্রীড়ায়াং ২৬৯ শ্লোকঃ ॥ কুরু পরিং যমুনায়া, মুহুরিতি গোপীভিরুৎকরাহুতঃ ! তরিতট কপটশয়ালু দ্বিগুণtলস্যে হরির্জয়তি ॥ কতক্ষণে কৃষ্ণ চড়াইয়া সে নৌকায়। কিছু দূর চলে অতি আনন্দ হিয়ায়। উপজিল যে কৌতুক কহিতে ন পারি। খপিলেন কবিগণ এ রঙ্গ বিস্তারি ॥
পাতা:ভক্তিরত্নাকর.djvu/২৮৪
অবয়ব