পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিংশ সর্গ।

নলিনী।

গান।

সখিলো, শোন্ লো তোরা শোন,
আমি যে পেয়েছি এক মন!
সুখ দুঃখ হাসি অশ্রুধার,
সমস্ত আমার কাছে তার;
পেয়েছি পেয়েছি আমি সখি
একটি সমগ্র মন প্রাণ;
লাজ ভয় কিছু নাই তার
নাই তার মান অভিমান!
রয়েছে তা’ আমারি মুঠিতে,
সাধ গেলে পারি তা’ টুটিতে,
যা’ ইচ্ছা করিতে পারি তাই,
সাধ গেলে হাসাই কাঁদাই,
সাধ গেলে ফেলে তা’রে দিই,
সাধ গেলে তুলে তা’রে রাখি,
ইচ্ছা হয় তাড়াইতে পারি,
ইচ্ছা হয় কাছে তারে ডাকি!