পাতা:ভগ্নহৃদয় - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
দ্বিতীয় সর্গ।
২৭

বেণী খুলে চুল বেঁধে দে আবার
কানে দে পরায়ে দুল।
সুরুচি।—না লাে সখী, দেখ, আঁধার হােতেছে 
দেরি হোয়ে যায় ঢের—
চল ত্বরা কোরে, যাই দেখিবারে
ফুলশয্যা অনিলের।
অলকা।—এত খণে সখি, এসেছে সেখায় 
যতেক গ্রামের লোক।
দামিনী।—(হাসিয়া) এসেছে বিনােদ! 
লীলা।—(হাসিয়া) এসেছে প্রমােদ! 
বিনো।—(হাসিয়া) এসেছে সেথা অশােক! 
মাধবী।—হাসিয়া) এসেছে বিজয়! 
চারু।—(চিবুক ধরিয়া) সুরেশ রয়েছে 
পথ চেয়ে তোর তরে!
অলকা।—আয় তবে ত্বরা কোরে! 
নলিনী।—ভাল, সখি, ভাল, চল্ তবে চল্ 
জ্বালাস্‌নে আর মোরে!