পাতা:ভদ্রার্জুন.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অজুন কর্তৃক সুভদ্র হরণ। bra ৪ অঙ্ক ] [ ১ সংযোগস্থল ৷ (শকুনি গমুন করিলেন ।) (ভীষ্ম, কর্ণ, ও দুর্য্যোধন প্রবেশ করিলেন।) দুৰ্য্যো । হে পিতঃ, বিলম্বে আর প্রয়োজন নাই, ত্বরা গমন করা উচিত । e ধূত। ই বৎস, আর বিলম্ব করা যুক্তিসিদ্ধ নুহে, -কৰ্ম্ম সমাধা যত শীঘ্র হয়, তুতই ভাল । । কর্ণ। হুঁ, এই কৰ্ম্মে ত্বরাই বিধেয় । ভীষ্ম ॥e যুধিষ্টিরকে একবার সংবাদ দিতে হইবেক । (শকুনি পুনঃ প্রবেশ করিলেন । ) দুৰ্য্যো। আপনি যথার্থ আজ্ঞা করিয়াছেন, যুধিষ্টিরাদিকে একবার সংবাদ দেওয়া আবশুক বটে । কর্ণ। বোধ হয়,যুধিষ্টির ইহাতে প্রীত হইবেন না। দুৰ্য্যে। তাহার প্রীতিজনক হউক, বা না হউক, তাহাতে ক্ষতি কি ? আমারদিগের কৰ্ত্তব্য কৰ্ম্ম আমরা অবশুই করিব । শকু। যুধিষ্টিরের প্রীতি না হইলেই কি কৰ্ম্ম পণ্ড হইবে, ও তিনি না আইলেই কি বিবাহ সম্পন্ন হইবে না। - কর্ণ। উহাকে একবার সAবাদ মাত্র দেওয়াই আ