পাতা:ভদ্রার্জুন.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

నo ভদ্রাজুন, অর্থাৎ - 8 अंक ] [ ২ সংযোগস্থল । নকু । আমারে এ কথা বড় ভাল নাহি লাগে । পার্থের বিবাহ শুনি হইয়াছে আগে। সহ । ধৰ্ম্ম যাহা কহিলেন সেই কৰ্ম্ম কর । যে করে বিবাহ বুঝা যাবে অতঃপর। যুধি। অৰ্জুনে বরেছে ভদ্রা তাহ আমি জানি । কৌরবের রাখ মান তাহে কিবা হানি ॥ শ্ৰীকৃষ্ণ আছেন সথা কেন কর ভয় । ভদ্রাকে অজুন পাবে জানিও নিশ্চয়ক এক অক্ষৌহিণী সেনা লও সঙ্গে করি । দুৰ্য্যোধন সহ যাও দ্বারক নগরী। কৃষ্ণের চরণে এসে করিয়া প্রণাম । ইহাতে হইবে সিদ্ধ সব মনস্কাম । নকু ধৰ্ম্মের আজ্ঞায় কর দ্বারক গমন । কৃষ্ণের চরণ গিয়া কর দরশন - প্রস্তুত করিয়া দিব অক্ষৌহিণী সেনা । তুরঙ্গ কুঞ্জর সহ যাবে বাস্ত নানা (নকুল সৈন্ত প্রস্তুত করণার্থে গমনকরিলেন।) যুধি। সম্ভাবে গমন কয় না হয় কলহ। । বরযাত্র ভাবে যুও কৌরবের সহ ॥