পাতা:ভদ্রার্জুন.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

)ob" ভদ্রাজুর্ম, অর্থাৎ ৫ অঙ্ক ] [ ৪ সংযোগস্থল । রোধ হয়, আর সদসৎ বিবেচনা থাকে না, এই নিমিত্ত এত কাতর। 14 সন্ত। ভদ্ৰে, ভয় নাই, তুমি অঞ্জুনকে অবশুই পাইবে । (উভয়ে গমন করিলেন । ) متسممسسيس (0 0 حسحسسحسد পঞ্চম সংযোগস্থল । কৃষ্ণের সভা । পরদিন প্রাতঃকালে কৃষ্ণের নিকট দারক আগমন করিল। দার । প্রভো, অজর্ন আমাকে রথ প্রস্তুত করিতে অনুমতি করিয়াছেন, আপনি কি বলেন ? কৃষ্ণ । দারুক, তুমি রথ লইয়া অঙ্গুনের নিকট গমন কর, তিনি যাহা বলিবেন, তাহাই প্রতিপালন করিও ; তিনি যথেচ্ছ গমন করেন করিবেন, তাহাতে দ্বিরুক্তি করিও না । দার। র্তাহাকে রথ সমপর্ণ কুরিয়া কি প্রস্তাগমন করিব ? ' কৃষ্ণ । না, বিনানমতিতে কুত্রপি গমন করিও না ।