পাতা:ভদ্রার্জুন.djvu/১৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আঁজুন কতৃক সুভদ্রা-হরণ । ››ጫ ৫ অঙ্ক ] [ ৮ সংযোগস্থল । দুঃশা। ভাল জানি পাণ্ডবের রীত চিরকাল । কখন দেখিতে নারেকৌরবের ভাল . দেখি দেখি অঙ্গুনেরে কে রাখে এখন । দেখিব করেন কিবা এক নারায়ণ ॥ দূত । ভদ্রাকে লইয়া পার্থ রথ আরোহণে । গিয়াছেন কোন স্থানে আকাশ গমনে । সারথির কৰ্ম্ম ভদ্র নিজে করি তায় । সকলের আদর্শনে বিমান চালায়। মনের গতিকে জিনি স্ট্রে রথের গতি। সাধ্য নাই লক্ষ্য করে সেনা সেনাপতি । রাবণের পুত্ৰ যেন মেঘনাদ বীর । নীরদের মধ্যে থাকি শুষেছিল তীর ॥ সেই রূপ অঙ্গুন অদৃষ্ঠ ভদ্রা সহ । রাণে বাণে উচ্ছিন্ন করিছে অহরহ ॥ অনেক যাদব সেনা হইয়াছে হত । রবি হীন যদুপুরী আর কব কত । শ্ৰীকৃষ্ণ পাবেন শোক এই ভাবি মনে । কামদেব শাম্বাদরে রেখেছে জীবনে ॥ নলের অপেক্ষ ভদ্রা অশ্ব শিক্ষা জানে । তারে লক্ষ্য করে কেবা কে আছে এ স্থানে ॥