পাতা:ভদ্রার্জুন.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-ساس--سب o o۔ بہم-۔ সকল কাব্যের মধ্যে নাটক প্রধান । সৰ্ব্ব স্থলে নাটকের আদর সমান। সম্ভ কি অসম্ভ জাতি পৃথিবী নিবাসি । এ রস দর্শনে হয় সবে অভিলাষি । দর্শক মণ্ডল মাঝে করিয়া বিস্তার। করিতেছি সুধাসম নাটক প্রচার। শ্রুতি যুগে দৃষ্টি যুগে প্রবেশি এ সুধা। তৃপ্তি করে সকলের নিরানন্দ ক্ষুধা । যুধিষ্টিরে রাজা দেখি দুঃখী দুর্য্যোধন। চিন্তাকুল করিবারে পাণ্ডব নিধন । পুত্ৰ মতে বশীভূত অন্ধ নৃপবর। হিতাহিত বিবেচনা শূন্ত কলেবর। শ্ৰীকৃষ্ণের পিতৃস্বস ভোজের নন্দিনী । এই হেতু পাণ্ডবের সখা হন তিনি।