পাতা:ভদ্রার্জুন.djvu/১৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অজুন কর্তৃক সুভদ্রাহরণ। డిగ్రీ ৫ অঙ্ক ] [ ৯ সংযোগস্থল । মহাবেগে ভেসে যায়ু সৈন্ত দেহ সব। বল। আমি এই অঙ্গীকার করিলাম, সামন্ড ও পাতাল অন্তই চূর্ণ করিব, কোথায় সে জারজ, সেই অজুন,-আমার রথ আনিতে বল । , দৃত। আর প্রভো, রথ লইয়া কোথায় যাইবেন ? ভদ্র স্বয়ং অশ্বরজ্জ্ব ধারণ করিয়া রথ চাইতেছেন ! so বল। কোন রথ ? দৃত। কৃষ্ণের রথ । অজুন তদুপরি আরোহণ করিয়া ভদ্র সহ প্রস্থান করিয়াছেন, ভদ্র স্বয়ং অশ্ব রঙ্গু ধারণ করিয়া রথ চালাইতেছেন। প্রভো রথের আশ্চৰ্য্য গতির কথা কি কহিব, কখন দৃশু, কখন বা অদৃশু ; কখন ভূমিতে, কখন বা শূন্তে কেহই তাহ লক্ষ্য করিতে পারে নাই । অজুন ইন্দ্ৰজিতের স্তায় নীরদমণ্ডলীতে আবৃত থাকিয়া বাণে বাণে সকল উচ্ছিন্ন করিয়াছেন, কেবল কৃষ্ণ শোকসাগরে মগ্ন হইবেন বলিয়া শাম্ব প্রদ্যুমুদিকে বিনষ্ট করেন নাই ; বৃথা কেন অনুনের বিপক্ষে গমন করবেন । তিনি কোন স্থানে আছেন, তাহা নির্ণয় করাই দুষ্কর হইবে ।