বিষয়বস্তুতে চলুন

পাতা:ভদ্রার্জুন.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অর্জন কর্তৃক সুভদ্রা হয়ণ । * % उत्रक ] সংযোগ স্থল। সেই ক্ষণে তিলোত্তম সম্মুখে আইলা। দুই ভাই ঘর২ সম্মোহন বাণে । রমণী সমুখে দেখি ধৈর্য্য নাহি মানে। উপসিন্ধ গিয়া শীঘ্ৰ কস্তারে ধরিল। পরে সিন্ধ উঠি তার করে আকৰ্ষিল । এ বলে আমারে কম্ভ করেছে বরণ । তুমি কেন তার কর করিলে গ্রহণ। কস্ত হতে উভয়ের কলহ বাজিল । দোহার কোপেতে দোহে জীবন ত্যজিল৷ অতএব মহারাজ স্ত্রী জাতি কারণ । এমত ঘটনা নাই মানিবে বারণ। যুধি । হে দেবর্ষে আপনি বাহ বলিতেছেন তাহ সত্য বটে, কিন্তু আমাদিগের মধ্যে যে এমন কলহ উপস্থিত হইবে, ইহা স্বপ্নেও কখন জ্ঞান করি না । নার। যদ্যপি তোমরা এরূপ স্হে শৃঙ্খলে বদ্ধ আছ, তথাচ আপন আপন মধ্যে এক নিযম স্থাপন কর, যাহাতে কোন মতে ঐ শৃঙ্খল ভগ্ন হইবার সম্ভাবনুনি থাকে। যুধি। হে ভ্রাতৃবর্গ, মহর্ষি কি বলিতেছেন তোমরা শ্রবণ করিলে ।