পাতা:ভদ্রার্জুন.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অজুন কতক সুভদ্রাহরণ। సి ১ অঙ্ক ] [ ৩ সংযোগ স্থল। থাকে? তুমি একাই সকল রক্ষা করিতে শক্ত হইবে-আর বিলম্ব সহেনী,বিদায় হই। (অৰ্জ্জুন ইহা বলিয়া যুধিষ্ঠির ভীম ও কুন্তীকে প্ৰণাম করিয়া তীর্থযাত্রা করিলেন, এবং যুধিষ্টিরাদি সকলে স্বং কার্য্যে নিযুক্ত হইলেন ) দ্বিতীয় অঙ্ক । প্রথম সংযোগ স্থল । দ্বারকা, বসুদেবের শয়নাগার। দেবকী ও রোহিণী প্রবেশ করিলেন । দেব। হে বসুদেব, ভাবিতেই আমার জীবন গেল, একক্ষণের ভরেও সুস্থ হইতে পারিলাম না। বসু। আবার তোমার কি ভাবনা উপস্থিত रुद्देल ? দেব । আমি জন্ম দুঃখিনী দুঃখের নাহি ওর । রোদনে রোদনে জন্ম নিশা হৈল ভোর। দুষ্ট কংস বদ্ধ করেছিল কারাস্থলে । হস্ত পদ নিবন্ধন করিয়া শৃঙ্খলে ৷ ছয় পুত্র স্বহস্তে মারিল দুরাচার।