পাতা:ভদ্রার্জুন.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

28 ভড়াকুন, অর্থাৎ ২ অঙ্ক ] [১ সংযোগ স্থল । পাত্র আম্বেষণ কর ত্বরিতে । এখনি উচিত বিবাহ দিতে ॥ সুভদ্রা বড়ই সুবোধ মেয়ে। কোন দিক পানে না দেখে চেয়ে। আর নহে তারে অনূঢ় রাখা। হয়েছে উদয় রতির সখা । আপনে আপনি বুঝ মননে । এত সহ করা যায় কেমনে ? বসু। অধিক তোমারে তার বলিতে হবেন আর আছি সদা ইহাতে সচেষ্ট । হিলধর দামোদর দুই ভাই বীরবর তাহে তারা সৰ্ব্ব গুণ শ্রেষ্ঠ | তাহাদের ডাকাইয়া ঘটকাদি আনাইয়৷ কল্য প্রাতে সব হবে স্থির ye রঞ্জনী অধিক নাই শয্যা গৃছে চল যাই ক্রমে নষ্ট হতেছে তিমির। নিদ্রায় নয়ন ভারি আর না জাগিতে পারি জাগিতে কি প্রয়োজন আর । ভাবনা ত্যজিয়া দূরে চল যাই শয্যাপুরে ং কল্য প্রাতে হবে প্রতিকার।