পাতা:ভদ্রার্জুন.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অজুন কর্তৃক সুভদ্রা হরণ । 8? ৬ অঙ্ক ] [ ১ সংযোগস্থল । তৃতীয় অঙ্ক। প্রথম সংযোগস্থল । প্রভাস তীর্থ, অঙ্গুনের আগমন । দারুক, প্রহরী, ও একজন সেনা প্রবেশ করিল। - সেনা । তোমরা এই ব্যক্তিকে কখন দেখিয়াছ স্মরণ হয়? (অজুনকে দেখাষ্ট্ৰয়া কহিতেছে) প্রহ। অনুভব হয় বটে, কখন দেখিয়া থাকিব । সেনা । এ ব্যক্তির অবয়ব কৃষ্ণের স্থায় বোধ হই তেছে, নয় ? প্রহ। বটে, কৃষ্ণ হইতে কিছুই প্রভেদ বোধ হয় না । সেনা। বোধ হয়, ইহাকে পূৰ্ব্বে দেখিয়াছি। প্রন্থ । অবশুই দেখিয়া থাকিব, সন্দেহ নাই। কিন্তু কোথায়, তাহা স্মরণ হয় না । সেনা । বোধ হয়, আমাদিগের কফের সমভিব্যা হারে দেখিয়াছি। প্রহ । ই ই বটে, কৃষ্ণের সহিত রধারোহণে ভ্রমণ করিতে দেখিয়াছি। দারুক, এ ব্যক্তিকে তোমার জানা উচিত ।