পাতা:ভদ্রার্জুন.djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6.8 ভদ্রাজুন, অর্থাৎ, ৩ অঙ্ক ] ৫ সংযোগস্থল । বাতু। বেটী তুই কি গান করিতেছিল ? মদ্য ওরে ভাল মার নাম গাইতেছি । বাতু। তুই ভাল মদ খাইয়াছিস । উঃ–হালার মুখে গন্ধ দেখ। মদ্য । আমি মদ খাইয়াছি তোর কি ? আজ বড় , খুসি আছি, দেখু গুলো কৃষ্ণের রথ আসিতেছে, ওর ভিতর অঙ্গুন আছে। বাতু। কৈ রে বেটা অজুন কোথা,-তুই বেটা কয় পাত্ৰ খাইয়াছিস্ । ম দ্য কয় পাত্র,—ওরে শুrালা আগুস্তি—আগুস্তি । সেই সকালে আরম্ভ করিয়াছি, আবার অজুনকে দেখে আবার খাব ৷ আজি বড় আমোদ, তুই বেট পাগল বৈত নৈস্থ তুই কি জানুবি। তোর বুদ্ধি আছে না জ্ঞান আছে । - ( ইহা বলিয়া নৃত্ব করিতে করিতে পুনর্বার গান আরম্ভ করিল । ) ঐ আসতেছে অৰ্জ্জুন। আমি মদের জন্তে হব খুন। যখন অৰ্জ্জুন আসবে কাছে। তার কাছে ভিক্ষা চার্য,