পাতা:ভদ্রার্জুন.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯyთ ভদ্রাঙ্গুন, অর্থাৎ ৩ অঙ্ক ] [ ৫ সংযোগস্থল । ১ পথি । ওরে মূঢ়গণ, কৃষ্ণের চরিত্র তোরা কি বুৰিবি! কৃষ্ণ যে একাকৃতি দুই দেহধারণ করিবেন, ইহাতে আশ্চর্য কি? তোমরা কৃষ্ণকে চিন ন। এই কারণ উপহাস করিতেছ। অস্তান্ত পথি । তুমিই চিনিয়াছ, তাই একটাকে দুইটা দেখিতেছ। ৩ পথিক । বল দেখি কয়টা অঙ্গুলি লড়িতেছে। (আপনার অঙ্গুলি লাড়িয়া দেখাইতেছে) অন্তান্ত পথি । না না উহাকে দেখাইও না, ও এক টার পরিবত্তে দুইটা বলিয়া বসিবে। ১ পথি । রহস্য করিও না। যিনি ষোড়শ শত গোপিকার গৃহে ষোড়শ শত রূপ ধারণ করিয়াছিষ্ট্রেন, তিনি যে দুই দেহ ধারণ করবেন তাহার আশ্চর্য কি? তোর অতি মূৰ্খ এজন্ত রহস্য করিতেছিল। মদ্য ও ভাই পথিক, গোপীগণের নিমিত্তে মেল মুক্তি ধরিয়াছিলেন, এখানে গোপিক কৈ ৷ তোর বাটীর কেহ কি রথে আছে, তাই কৃষ্ণ দুইট হইয়াছেন । o ১ পথি । ওহে প্রহরিন, এই মাতাল আমাকে কটুক্তি দ্বারা গালি দিতেছে দেখ 1,