পাতা:ভদ্রার্জুন.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অজুন কতৃক সুভদ্রাহরণ । ৬৫ ৩ অঙ্ক ] [ ও সংযোগস্থল । ধর ধৈর্যকর সন্থ শীঘ্ৰ গৃহে চল । একবার হেরি প্রার্থে হইলি এমন । লোকেতেশুনিলে বল বুলিবে কেমন । সুভ। তোমার শরণ সখি লইলাম আমি । মরিলে বধের ভাগী হইবে গো তুমি ॥ আর কি দেখ গো সখি হয় অবসান । । তোমা ভিন্ন নাহি কেহ দিতে প্রাণ দান ॥ সত্য । কি হবে লইলে ভদ্র শরণ আমার । আমার কি শক্তি আছে করি প্রতিকার ॥ ছি ছি ভদ্রা হেন কথা বদনে এনোনা । একেবারে হেরে তারে এমন হৈওন | সুভ। যে জন হেনেছে বাণ মম শরীরেতে। উপশমৌষধ আছে তাহারি কাছেতে। দৃষ্টি মাত্র হানিয়াছে বাণ আদর্শন । রহস্য স্থানেতে তার পেলে দরশন। তাহাতেই আদর্শন বাণ নষ্ট হবে । মম হৃদি জ্বালা সখি স্নিগ্ধ হবে তবে। - সত্য । কোথায় কেমন বাণ করিল সন্ধান । বিচলিত যাহাতে হইল তব প্ৰাণ ॥