পাতা:ভদ্রার্জুন.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অজুন কতৃক সুভদ্রা হরণ। Nసి \৯অঙ্ক ] [ ও সংযোগস্থল । হতাশ পবন তায় হয়ে সহকারী। ঘন হতে নাহি বর্যাইতে দেয় বারি। অনলে আনিলে প্রেম অতি ঘোরতর। উভয়ের সংযোগে উভয়ে বীর বর। এখনো অলুন যদি বরিষে সলিল । তবে থামাইতে পারে অনল অনিল । হর নেত্রানলে ভষ্ম অতনু যেমন। & এখনি আমার তনু হইবে তেমন। অপ্রেমিকা নহ কভু তুমি সত্যভামা। তবে কেন মিছা সখি বুঝাইছ আমা। . সত্য। যে কথা কহিলে ভদ্রা বড়ই আশ্চর্য । একেবারে হেরে হয় এমন অধৈৰ্য । নাহি দেখ অঙ্গুনেরে নিকটে এখন । ইহাতেই এত হইয়াছে কি কারণ। সুভ। ইহাতেই মনের বিচিত্র গতি মানি । অজু নেরে তথাপি পূৰ্ব্বেতে নাহি জানি। হেরিয়া আমার মন গেছে তার কাছে। জীবন বিহীন দেহ যেন শূন্ত আছে। হংস মুখে দময়ন্তী শুনি নল রূপ | না হেরি হইয়াছিল অভ্যন্ত বিরূপ।